নীতা এবং মুকেশ অম্বানীর মাঝে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা!
দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুপুরে, ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ অনুষ্ঠান হওয়ার কথা। ঠিক তার দু’দিন আগে বিশেষ এক নৈশভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প। পৃথিবীর নানা প্রান্ত থেকে বাছাই করা ১০০ জন বিশেষ অতিথি আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে। সেই নৈশভোজের অনুষ্ঠানে দেখা গিয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানী এবং রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা অম্বানীকেও।
এমনিতেই ‘ফ্যাশন আইকন’ বলে খ্যাতি রয়েছে নীতার। তায় আবার আমেরিকার প্রেসিডেন্টের আমন্ত্রণ! নীতা যেখানেই যান, সেখানেই আলাদা করে নিজের রুচির পরিচয় দিয়ে আসেন। তাঁর সাজগোজ নিয়ে সাধারণ মানুষের মনেও কৌতূহল থাকে। অগণিত মানুষের মধ্যেও আলাদা করে নিজের উপস্থিতি বুঝিয়ে দিতে পারেন নীতা।
ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর কাঞ্চিপুরম সিল্কের শাড়ি পরে ট্রাম্পের আমন্ত্রণে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন নীতা। সোনালি জরির ‘টেম্পল’ কাজ করা কালো সিল্কের শাড়ি বেছে নিয়েছিলেন তিনি। কালো শাড়ির দু’ধারে ছিল ‘ফুশিয়া পিঙ্ক’ এবং ‘এমারেল্ড গ্রিন’ রঙের সরু পাড়। সঙ্গে ছিল কালো রঙের ভেলভেটের গলাবন্ধ, লম্বাহাতা ব্লাউজ়। নীতার পছন্দ অনুযায়ী বিড্সের কাজ করা ছিল ব্লাউজ়ের হাতায়। তার উপর দিয়ে নীতা জড়িয়ে নিয়েছিলেন কালো রঙের লম্বা ঝুলের কোট।
নীতার গয়নার সম্ভারও ঈর্ষণীয়। নৈশভোজে যোগ দেওয়ার জন্য সে দিন শাড়ির সঙ্গে মানিয়ে হিরে, চুনি এবং পান্নাখচিত হার বেছে নিয়েছিলেন তিনি। নীতার সংগ্রহে এমন সব অমূল্য জহরত থাকা অস্বাভাবিক নয়। তবে এই হারটির বিশেষত্ব হল তার ‘লকেট’। প্রায় দু’শো বছরের পুরনো এই লকেটটির আকার অনেকটা টিয়াপাখির মতো। হারের সঙ্গে নীতার কানে ছিল একজোড়া হিরে, পান্নাখচিত দুল। হাতে কয়েক গাছা হিরের চুড়ি।
ইতিমধ্যেই ষাটের গণ্ডিতে পা দিয়ে ফেলেছেন নীতা। তা সত্ত্বেও তিনি সুন্দর। সেই সৌন্দর্য আরও উজ্জ্বল হয় রূপটানের দক্ষতায়। তবে বেশি মেকআপ করতে তিনি পছন্দ করেন না। আইলাইনার, কাজল, সুন্দর করে আঁকা ভুরুযুগল, দু’গালে লালচে আভা এবং ন্যুড শেডের লিপস্টিক ছিল তাঁর সাজসঙ্গী। একপাশে সিঁথি করে ঘাড়ের কাছে বাঁধা আলগা খোঁপায় নীতার সাজ সম্পূর্ণ হয়েছিল।
ওই অনুষ্ঠানের জন্য খাঁটি পশ্চিমি সাজে সেজেছিলেন মুকেশ অম্বানী। নীতার সঙ্গে মানিয়ে কালো রঙের স্যুট এবং সাদা রঙের শার্ট পরেছিলেন তিনি। গলায় ছিল গাঢ় লাল রঙের টাই।