সহজ কয়েকটি উপায় মেনে চললেই কম সময়েও আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
ঘর এবং বাইরে, একসঙ্গে সামলাতে হয় অনেক মহিলাকেই। সংসার, সন্তান, চাকরি— এত কিছু এক হাতে সামলাতে গিয়ে আলাদা করে নিজের যত্ন নেওয়ার সময়টুকু আর থাকে না। রূপটান করতে পছন্দ করলেও সময়ের অভাবে তা অনেক সময়ে হয়ে ওঠে না। তবে হাতে যতই সময় কম থাক, নিজেকে বাইরে থেকে খানিক না সাজালে মনটা কেমন খুঁত খুঁত করে। আবার সময় থাকলেও রূপটানে অনভ্যস্ত হওয়ার কারণে ঠিকঠাক সেজে উঠতে পারেন না।
সাজগোজের সহজ কয়েকটি উপায় মেনে চললেই কম সময়েও আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। নজর কাড়তে পারেন বাকিদের।
চটজলদি নিজেকে সাজিয়ে তুলবেন কোন উপায়ে?
১) প্রথমে অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে সারা মুখে পাফ দিয়ে বুলিয়ে নিন। যাতে মুখের কোনও অংশে না লেগে থাকে।
২) মুখে কোনও দাগছোপ থাকলে কনসিলার দিয়ে সেই অংশগুলি ঢেকে দিন।
৩) কনসিলার লাগানোর কয়েক মুহূর্ত পরে হাইলাইটার দিয়ে নাক, চোখ, কপাল এবং থুতনির অংশে লাগিয়ে নিন। এতে দূর থেকে ত্বক উজ্জ্বল দেখাবে।
৪) কনট্যুর পেন্সিল দিয়ে গালের দু’পাশে কেটে নিন। মুখ তীক্ষ্ম লাগবে।
৫) হালকা করে গোলাপি ব্লাশ অন গালে লাগিয়ে নিন। অনেকে ব্লাশ অন ব্যবহার করতে পছন্দ করেন না। তেমন হলে ব্লাশ অন না লাগালেও চলবে।
৬) সব শেষে উজ্জ্বল রঙের কোনও লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিলেই আপনার সাজ তৈরি।