Kriti Sanon's Skincare Routine

কৃতির রূপচর্চার ৭ ধাপ, রোজ সকালে নিয়ম করে মেনে চললে ত্বক হবে নায়িকার মতোই জেল্লাদার

ঘরোয়া উপকরণেই নিয়ম মেনে ধাপে ধাপে ত্বকের পরিচর্যা করেন কৃতি শ্যানন। শুটিং হোক বা যতই ব্যস্ততা থাক, রোজের রূপচর্চায় খামতি থাকে না বিন্দুমাত্র।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:২৯
Kriti Sanon\\\\\\\\\\\\\\\'s 7-step morning skincare routine for glowing skin

রূপচর্চার সহজ সাত কৌশল জানালেন কৃতি। ফাইল চিত্র।

ডায়েট ও শরীরচর্চা নিয়ে খুবই সচেতন কৃতি শ্যানন। তেমনই রূপচর্চার বিষয়েও তিনি নাকি বড়ই খুঁতখুঁতে। একাধিক সাক্ষাৎকারে কৃতি নিজেই জানিয়েছেন, বাজারচলতি প্রসাধনীর উপর তিনি খুব একটা ভরসা করেন না। তাই ময়েশ্চারাইজ়ার বা টোনার বানিয়ে নেন নিজেই। ঘরোয়া উপকরণেই নিয়ম মেনে ধাপে ধাপে ত্বকের পরিচর্যা করেন। শুটিং হোক বা যতই ব্যস্ততা থাক, রোজের রূপচর্চায় খামতি থাকে না বিন্দুমাত্র। সে কারণেই মেকআপ ছাড়াও তাঁর ত্বক এত জেল্লাদার ও মসৃণ দেখায়।

Advertisement

নায়িকার পরামর্শ, ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে ও বলিরেখার সমস্যা দূর করতে হলে কিছু নিয়ম মেনে চলতেই হবে। ত্বকের পরিচর্যার পাশাপাশি পর্যাপ্ত জল খেতে হবে এবং মোবাইল-ল্যাপটপের মতো বৈদ্যুতিক যন্ত্র থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। রূপচর্চার সহজ সাত কৌশল জানিয়েছেন নিজেই।

ত্বকের পরিচর্চার সাত কৌশল

বরফ-জল

সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল খান কৃতি। তার পর ঠান্ডা জলে ভাল করে মুখ ধুয়ে নেন। কোনও রকম বাজারচলতি ফেসওয়াশ বা সাবান ব্যবহার করেন না। কেবল বরফ-জলে মুখ পরিষ্কার করেন। সুতির নরম কাপড়ে বরফের টুকরো মুড়ে নিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নেন। এতে ত্বকের রন্ধ্রে জমে থাকা ধুলো-ময়লা সহজেই বেরিয়ে যায়।

ডিটক্সিফাইং মাস্ক

ত্বক আর্দ্র রাখে এমন ফেস মাস্কই ব্যবহার করেন কৃতি। সকালে শুটিং থাকলে ‘হাইড্রেটিং মাস্ক’ দিয়ে মুখ পরিষ্কার করে নেন। এই মাস্ক বানিয়ে নেন নিজেই। সাধারণত ওট্‌মিল ও দই বা কলা-দই, শশা-অ্যালো ভেরার মাস্কই পছন্দ কৃতির। এই ধরনের মাস্ক ত্বকের প্রদাহ কমায়, স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখে।

আই প্যাচ

দিনভর পরিশ্রম, অনেক সময়েই রাত জেগে শুটিংয়ের কারণে মুখে ক্লান্তির ছাপ পড়ে যায়। চোখের নীচেও কালচে ছোপ পড়ে। কৃতি জানিয়েছেন, চোখের কালি তুলতে বিশেষ রকম আই প্যাচ ব্যবহার করেন, যা বানিয়ে নেন নিজেই। গ্রিন টি এবং ক্যাফিন দিয়ে একটি প্যাক বানিয়ে নেন কৃতি। সেটি হাইড্রেটিং মাস্কের উপরে চোখের নীচে পুরু করে লাগিয়ে রেখে দেন ১৫ মিনিট। এর পর উষ্ণ জলে মুখ ধুয়ে নেন।

বাড়িতে বানানো টোনার

মাস্ক ভাল করে ধুয়ে নেওয়ার পরে টোনার ব্যবহার করেন কৃতি। এই টোনার বানিয়ে নেন বাড়িতেই। গ্লিসারিন এবং গোলাপজল একসঙ্গে মিশিয়ে ত্বকে মাখেন। কৃতির কথায়, ত্বক আর্দ্র রাখতে গ্লিসারিনের তুলনা নেই। এর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ আছে, যা ত্বকের প্রদাহ কমাতে পারে। ব্রণ-ফুস্কুড়ির সমস্যা থেকেও রেহাই দেয়।

সিরাম

ত্বকের জন্য এমন সিরাম ব্যবহার করেন, যাতে আছে হায়ালুরনিক অ্যাসিড ও ভিটামিন সি। টোনার লাগানোর পরে সিরাম ব্যবহার করলে ত্বক আরও বেশি জেল্লাদার হয়ে ওঠে।

সানস্ক্রিন

ত্বকের পরিচর্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হল সানস্ক্রিন। কৃতি সানস্ক্রিন মাখতে কখনও ভোলেন না। এমনকি, বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করেন তিনি।

লিপ বাম

মসৃণ ও পেলব ঠোঁটের জন্য সব সময়েই লিপ বাম ব্যবহার করেন কৃতি। বাইরে গেলেও ব্যাগে লিপ বাম রেখে দেন। রাতে শুতে যাওয়ার আগেও নিয়ম করে ঠোঁটে লাগান লিপ বাম।

Advertisement
আরও পড়ুন