Makeup Tips

বিয়েবাড়ি কিংবা পার্টিতে ক্যারামেল মেকআপে মোহময়ী হয়ে উঠুন কৃতির মতো, ধাপে ধাপে শিখে নিন পদ্ধতি

কৃতি শ্যাননের মতো যদি ক্যারামেল মেকআপে মোহময়ী হয়ে উঠতে চান, তা হলে শিখে নিন পদ্ধতি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৫৪
Kriti Sanon flaunts caramel-toned makeup, here are the easy tips

কৃতি শ্যাননের মতো রূপটান করতে চান, কেমন ভাবে করবেন? ছবি: সংগৃহীত।

শীতকাল আসন্ন। এই সময়ে বিয়েবাড়ি, পার্টি লেগেই থাকবে। একঘেয়ে মেকআপে যদি ক্লান্তি আসে, তা হলে অন্য রকম কিছু চেষ্টা করে দেখতে পারেন। ক্রাশড বেরি, প্লাম কুলার, কুল টারকোয়েজ় বা পিঙ্ক কোরালের মতো কিছু শেড এখন রূপটানে বেশ ব্যবহার করা হচ্ছে। আর কৃতি শ্যাননের মতো যদি ক্যারামেল মেকআপে মোহময়ী হয়ে উঠতে চান, তা হলে শিখে নিন পদ্ধতি।

Advertisement

বেস মেকআপ রাখতে হবে একেবারে হালকা। হাই এসপিএফ যুক্ত সানস্ক্রিন লাগিয়ে কমপ্যাক্ট ফাউন্ডেশন অল্প ব্যবহার করতে পারেন। তার শেড বেজ, পার্ল বা গমরঙা হলে ভারতীয় ত্বকের সঙ্গে মানাবে।

কনসিলার ব্যবহার করে দাগছোপ ঢেকে নিন। তার পরে পাউডার ব্লাশ ব্যবহার করুন। ঠোঁটে লাগান হাইড্রেটিং লিপ বাম। এরপর প্রাইমার লাগিয়ে মুখ ও গলার ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন লাগিয়ে নিন। মাসকারা-আইলাইনার দিয়ে চোখের রূপটান না করলে মেকআপই অসম্পূর্ণ। যদি চোখের মেকআপ হালকা থাকে, তা হলে ঠোঁটে পপ আপ কালার ব্যবহার করুন। আর চোখে উজ্জ্বল কোনও শেড লাগালে ঠোঁট হবে হালকা।

চোখের উপরের পাতায় বেজ রঙের আইশ্যাডো লাগান। চোখের ভাঁজ পর্যন্তই লাগাতে হবে। তার উপরে কমলা রঙের আইশ্যাডো দিয়ে লেয়ার তৈরি করুন। ভাল ভাবে মিশিয়ে নিতে হবে। ঠোঁটে পরুন টেরাকোটা শেডের লিপস্টিক। কেনার সময়ে রং ভাল করে দেখে নেবেন। উপরের কয়েকটি পরামর্শ ছাড়া নিজের খুশি মতো শেডসও ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন
Advertisement