Rashtrapati Bhavan

প্রথম বার! রাষ্ট্রপতি ভবনে বিয়ে মহিলা সিআরপিএফ অফিসারের, উদ্যোগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তির বিয়ে হয়েছে রাষ্ট্রপতি ভবনে। তবে এত দিন সেখানে কোনও সরকারি আধিকারিকের বিয়ের অনুষ্ঠান হয়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:১১
Poonam Gupta

পুণম গুপ্ত। —ফাইল চিত্র।

এই প্রথম বার কোনও সরকারি আধিকারিকের বিয়ে হচ্ছে রাষ্ট্রপতি ভবনে। পাত্রী মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার পুণম গুপ্ত। তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে পিএসও হিসাবে কর্মরত। পাত্রও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। নাম অবনীশ কুমার। অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মরত রয়েছেন জম্মু-কাশ্মীরে। আগামী ১২ ফেব্রুয়ারি তাঁদের চার হাত এক হবে রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Advertisement

বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তির বিয়ে হয়েছে রাষ্ট্রপতি ভবনে। তবে এত দিন সেখানে কোনও সরকারি আধিকারিকের বিয়ের অনুষ্ঠান হয়নি। এ ক্ষেত্রে নজির গড়ছেন সিআরপিএফ অফিসার পুণম। রাষ্ট্রপতি ভবনের বিভিন্ন সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, পিএসও হিসাবে পুণম যা যা কাজ করছেন, তাতে রাষ্ট্রপতি মুর্মু খুশি। পুণম বিয়ে করছেন শুনে তিনিই নাকি রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজন করতে বলেন। রাষ্ট্রপতি ভবনের মাদার টেরিজা ক্রাউন কমপ্লেক্সে তিনি বিয়ের আয়োজনের নির্দেশ দিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যাও সীমিত থাকবে।

কে এই পুণম?

গণিত এবং ইংরেজি সাহিত্য নিয়ে ডিগ্রি লাভের পর বিএড করেছিলেন পুণম। প্রথমে ইচ্ছা ছিল শিক্ষকতা করার। পরে সিদ্ধান্ত বদলান। মধ্যপ্রদেশের ওই তরুণী ২০১৮ সালে ইউপিএসসি সিএপিএফে ৮১তম স্থান অধিকার করেন। কর্মজীবন শুরু হয় সিআরপিফের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে। ২০২৪ সালে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে মহিলা সিআরপিএফের নেতৃত্বে ছিলেন পুণম।

Advertisement
আরও পড়ুন