চাল ভেজানো জলই হতে পারে রূপচর্চার প্রধান উপকরণ। ছবি: সংগৃহীত।
ত্বক ও চুলের পরিচর্যা করার জন্য অনেকেই নিয়মিত পার্লারে যান। কেউ আবার নামী-দামি প্রসাধনী কিনে অনেক টাকা খরচ করেন। তবে এমন অনেক ঘরোয়া পদ্ধতি রয়েছে, যেগুলি ব্যবহার করেও দিব্য ত্বকের পরিচর্যা করা যায়। ভাত তৈরি করার আগে চাল নিশ্চয়ই ভিজিয়ে রাখেন। এই চাল ভেজানো জলই হতে পারে রূপচর্চার প্রধান উপকরণ। ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখা থেকে জেল্লা বৃদ্ধি, তেলতেলে ভাব দূর করা থেকে ট্যান দূর করা— চাল ধোয়া জল কিন্তু দারুণ উপকারী। কী ভাবে ব্যবহার করলে উপকার পাবেন, রইল হদিস।
উপকরণ
চাল: আধ কাপ1490732
জল: ২ কাপ
ক্যাস্টর অয়েল: ১ চা চামচ
অ্যালো ভেরা জেল: ১ চা চামচ
পদ্ধতি
১) চাল ভাল করে ধুয়ে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখুন।
২) এ বার চাল ছেঁকে পরিষ্কার কাচের পাত্রে সেই জল ঢেলে রেখে দিন আরও একটা দিন।
৩) এ বার একটি স্প্রে বোতলের মধ্যে চাল ভেজানো জলের সঙ্গে একটু ক্যাস্টর অয়েল এবং অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন।
৪) মুখ পরিষ্কার করে সেই মিশ্রণ স্প্রে করে নিন। প্রতি বার স্প্রে করার আগে ভাল করে ঝাঁকিয়ে নিতে ভুলবেন না কিন্তু।