পেঁয়াজের রস মেখেছেন, চুলের যত্নে মাস্ক মেখে দেখতে পারেন। ছবি: সংগৃহীত।
চুলের যত্নে ছোট ছোট পেঁয়াজের রস মাখতে বলেন অনেকে। চুল পড়া কমাতে, খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে পেঁয়াজের রস। এতে রয়েছে সালফার। যা মাথার ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে। এ ছাড়াও পেঁয়াজে মেলে ভিটামিন সি, বি৯, বি৬, পটাশিয়াম। চুলের বৃদ্ধিতে, সংক্রমণ ঠেকাতে এই উপাদানগুলি কার্যকর।
অনেকেই চুলে সরাসরি পেঁয়াজের রস মাখেন। অনেকে আবার তা নারকেল তেলের সঙ্গেও মিশিয়ে নেন। তবে চুলের যত্নে কাজে আসতে পারে পেঁয়াজের মাস্কও। কী ভাবে তা বানাবেন?
পেঁয়াজের রস এবং অ্যালো ভেরা: চুলের জন্য অত্যন্ত উপকারী অ্যালো ভেরা। শীতের মরসুমে রুক্ষ কেশে আর্দ্রতা জোগাতে, খুশকির ফলে হওয়া প্রদাহ কমাতে এই উপাদানটি সাহায্য করে। ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। এ বার শ্যাম্পু করা পরিষ্কার চুলে মিশ্রণটি মেখে নিন। মাথার ত্বক থেকে চুলে তা লাগিয়ে মিনিট ২০ অপেক্ষা করুন। তার পর মৃদু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন।
মেথি, টক দই, পেঁয়াজ: সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। চুলে জেল্লা ফেরাতে মেথি বিশেষ কার্যকর। মিক্সারে ভিজিয়ে রাখা ২ টেবিল চামচ মেথি, একটি ছোট পেঁয়াজ, ২ চামচ নারকেল তেল ঘুরিয়ে নিন। যোগ করুন ফেটিয়ে রাখা টক দই। মিশ্রণটি পরিষ্কার চুলে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। তার পর ২০ মিনিট রেখে ধুয়ে নিন। চাইলে শ্যাম্পু করে নিতে পারেন।
পেঁয়াজ, অলিভ অয়েল: একটি ছোট পেঁয়াজ বাটা নিন। তার সঙ্গে মিশিয়ে দিন অলিভ অয়েল। চুলের বৃদ্ধিতে এবং আর্দ্রতা বজায় রাখতে অলিভ অয়েল বিশেষ কার্যকর। বিশেষত রুক্ষ চুলে এই মাস্কটি বিশেষ কার্যকর। পরিষ্কার চুলে মিশ্রণটি লাগিয়ে হালকা মাসাজ করুন। আধ ঘণ্টা পরে শ্যাম্পু করে নিন।