দুধের সর মেখেই ত্বকের জেল্লা ফেরানো যায়। ছবি: সংগৃহীত।
শীত পড়লেই গা খসখসে হয়ে যেত। শুষ্ক ত্বক মসৃণ করতে ছোটবেলায় ঠাকুমা দুধের সর মাখিয়ে দিতেন। তবে এখন তো যুগ বদলেছে। সকলের হাতে এত সময়ও নেই। দুধের সর মেখে বসে থাকার চেয়ে দোকান থেকে স্ক্রাব কিনে আনা অনেক বেশি সুবিধার। সহজে মাখাও যায়। শুষ্ক ত্বকের সব রকম সমস্যার নিরাময় হয়। তবে রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম উপাদান দেওয়া স্ক্রাব না মেখে দুধের সরের সঙ্গে কয়েকটি প্রাকৃতিক উপাদান মিশিয়ে নিলে সহজেই স্ক্রাব বানিয়ে ফেলা যায়। ত্বক থেকে মৃত কোষ দূর করা, ত্বক মসৃণ করা, ত্বকের আর্দ্রতা ধরে রাখা— সবই সম্ভব দুধের সরের গুণে।
বডি পলিশ করতে কী কী উপকরণ লাগবে?
সদ্য তোলা দুধের সর, কাঁচা হলুদ বাটা না হলে রাসায়নিক বর্জিত গুঁড়ো হলুদ, গোলাপ জল, বেসন এবং মধু।
পদ্ধতি:
ছোট একটি পাত্রে সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণ যেন খুব ঘন বা খুব পাতলা না হয়। এ বার প্রথমে গায়ে একটু জল ঢেলে নিন। তার পর এই মিশ্রণ ভাল করে গায়ে মেখে নিন। হালকা হাতে ঘষতে থাকুন। কনুই, হাঁটু, গোড়ালির মতো খসখসে অংশগুলো একটু বেশি জোরে ঘষতে পারলে ভাল হয়। সপ্তাহে তিন দিন স্নান করার আগে ২০ মিনিট সময় দিলেই যথেষ্ট। শুষ্ক ত্বকের সমস্যা তো দূর হবেই, জেল্লা হবে চোখে পড়ার মতো।