Skin Care Tips

রোদে পোড়া দাগ তুলতে সালোঁয় গিয়ে ‘ডি-ট্যান’ করাতে হবে না, অ্যালো ভেরা মাখলেই কাজ হবে

ত্বকের ক্ষতি হবে জেনেও পোড়া দাগ তুলতে রাসায়নিক দেওয়া ব্লিচের উপর ভরসা করেন অনেকে। আবার, অনেককেই খরচ করে ‘ডি-ট্যান’ ফেশিয়ালও করাতে হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৯
Image of Girl

শুধু অ্যালো ভেরা নয়, তার সঙ্গে মেশাতে হবে আরও কয়েকটি উপাদান। ছবি: সংগৃহীত।

শীতে রোদের তেজ তেমন থাকে না বলে সানস্ক্রিন মাখার কথা অনেক সময়েই মনে থাকে না। গরম কালের মতো কথায় কথায় মাথায় ছাতাও ধরেন না। ফলে যা হওয়ার তাই হয়। মুখে, হাতে, গলায় যথেচ্ছ ‘ট্যান’ পড়ে। রোদে পোড়া সেই কালচে দাগ তুলতে সালোঁয় ছুটতে হয়। ত্বকের ক্ষতি হবে জেনেও অনেকে ব্লিচের উপর ভরসা করেন। আবার, খরচ করে ‘ডি-ট্যান’ ফেশিয়ালও করাতে হয় অনেককেই। তবে রূপচর্চা বিষয়ে অভিজ্ঞরা বলছেন, নিয়মিত অ্যালো ভেরা দিয়ে তৈরি প্যাক কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে। তবে শুধু অ্যালো ভেরা নয়, তার সঙ্গে মেশাতে হবে আরও কয়েকটি উপাদান।

Advertisement

‘ডি-ট্যান’ প্যাক তৈরি করতে কী কী লাগবে?

অ্যালো ভেরার শাঁস বা জেল: ২ টেবিল চামচ

লেবুর রস: ১ চা চামচ

মধু: ১ চা চামচ

টক দই: ১ চা চামচ

শসার রস: ১ চা চামচ

Aloevera

ছবি: সংগৃহীত।

পদ্ধতি:

১) অ্যালো ভেরার পাতা থেকে টাটকা শাঁস বার করে নিয়ে তা প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। তবে জেল নিলে সে সব করার ঝামেলা থাকে না।

২) এ বার একটি পাত্রে সব উপকরণ ভাল করে মিশিয়ে রাখুন।

৩) মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন। তার পর অ্যালো ভেরার মিশ্রণ মুখে মেখে রাখুন।

৪) মিনিট ১৫ পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।

৫) সব শেষে ভিটামিন ই যুক্ত ময়েশ্চারাইজ়ার মেখে নিতে কিন্তু ভুলবেন না।

Advertisement
আরও পড়ুন