Hygiene of Lipsticks

ঠোঁটের পাশাপাশি লিপস্টিকেরও যত্ন দরকার! আপনার ওষ্ঠরঞ্জনীরা কি যত্নে আছে?

লিপস্টিক পরেন তো অনেকেই। কিন্তু লিপস্টিকের সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব দেন ক’জন। অথচ আপনার ঠোঁটের ত্বকের ভাল থাকা বা মন্দ থাকার অনেকটাই নির্ভর করছে ওই লিপস্টিকের ভাল থাকার উপরেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ২০:৪১

—ফাইল চিত্র।

এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, তিনি ঠোঁটে লিপস্টিক পরার আগে বা মেকআপ করার আগে প্রসাধনী সামগ্রীগুলিকে আদর করেন। তাতে নাকি তাঁর প্রসাধন আরও সুন্দর হয়। অভিনেত্রী কথাগুলো মজাচ্ছলে বললেও রূপটান শিল্পীরা জানাচ্ছেন, মেকআপের সামগ্রীর যত্ন সত্যিই জরুরি। যেমন ধরা যাক লিপস্টিকের কথা। লিপস্টিক পরেন তো অনেকেই। কিন্তু লিপস্টিকের সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব দেন ক’জন। অথচ আপনার ঠোঁটের ত্বকের ভাল থাকা বা মন্দ থাকার অনেকটাই নির্ভর করছে ওই লিপস্টিকের ভাল থাকার উপরেই।

Advertisement

১) তাপমাত্রা

লিপস্টিকে সরাসরি রোদ লাগলে তা নষ্ট হয়ে যেতে পারে।দীর্ঘ দিন পর্যন্ত ভাল রাখতে গেলে তুলনামূলক ঠান্ডা জায়গায় রাখা ভাল। অনেকে ফ্রিজেও লিপস্টিক রাখেন।

২) মেয়াদ

অন্যান্য যে কোনও জিনিস কেনার আগে যেমন মেয়াদ দেখে নেন, লিপস্টিকের ক্ষেত্রেও তা-ই করা উচিত। যত দামি লিপস্টিকই হোক না কেন, মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু আর তা স্বাস্থ্যকর নয়।

৩) ফাটা ঠোঁট

ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালে তা থেকে ঠোঁটে সংক্রমণ হতে পারে। আবার ঠোঁটে থাকা জীবাণু লিপস্টিকেও লাগতে পারে। তাই আগে পেট্রোলিয়াম জেলি দিয়ে ফাটা ঠোঁট সারিয়ে তার পর লিপস্টিক ব্যবহার করুন।

৪) ব্যক্তিগত

লিপস্টিক কারও সঙ্গে ভাগ করে ব্যবহার না করলেই ভাল। এক জনের ঠোঁটে ব্যবহার করা জিনিস, অন্য জনের ঠোঁটে ব্যবহার করলে ব্যাক্টেরিয়া, ভাইরাস এবং তদ্জনিক সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

৫) অ্যাপ্লিকেটর

এক লিপস্টিক যদি অনেকে ব্যবহার করেন, সে ক্ষেত্রে এক বার ব্যবহারযোগ্য ‘অ্যাপ্লিকেটর’ রাখুন। কিন্তু ঠোঁটে লাগানোর পর তা পুনরায় ব্যবহার করা যাবে না।

Advertisement
আরও পড়ুন