Deepika Padukone

Valentine's Day: ভ্যালেন্টাইন্স ডে-তে সেজে উঠুন দীপিকার সাজে

দীপিকার মতো এ রকম লাল গাউন ভ্যালেন্টাইন’স ডে-র সন্ধেবেলা প্রিয় মানুষটির সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য একেবারে আদর্শ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৪
পোশাকের পাশাপাশি আপনার মেকআপ আর হেয়ারস্টাইলও হতে হবে নজরকাড়া৷

পোশাকের পাশাপাশি আপনার মেকআপ আর হেয়ারস্টাইলও হতে হবে নজরকাড়া৷ ছবি: সংগৃহীত

ভ্যালেন্টাইন্স ডে-তে লাল পোশাক ছাড়া চলে নাকি কখনও? এখনও যাঁরা ঠিক করে উঠতে পারেননি ঠিক কী ভাবে সাজবেন সেই বিশেষ দিনে, তাঁরা অনুপ্রাণিত হয়ে উঠুন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই সাজ থেকে৷ দীপিকার মতো এরকম লাল গাউন ভ্যালেন্টাইন’স ডে-র সন্ধেবেলা প্রিয় মানুষটির সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য একেবারে আদর্শ।

কিন্তু কেবল ভাল পোশাক পরলেই তো আর হল না। পোশাকের পাশাপাশি আপনার মেকআপ আর হেয়ারস্টাইলও হতে হবে নজরকাড়া৷ দীপিকার এই স্ট্রেট হেয়ার স্টাইল লুকে আপনিও সেজে উঠতে পারেন। খুব চড়া মেকআপ করার প্রয়েজন নেই।

Advertisement

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কী ভাবে করবেন দীপিকার মতো মেক-আপ লুক?

প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে মেক-আপ ভাল করে বসবে। মেক-আপ করার আগে একটু বরফও ঘষে নিতে পারেন মুখে।

হালকা করে ফাউন্ডেশন লাগান। বিশেষ করে চোখের নীচের অংশে ভাল করে ফাউন্ডেশন মাখুন।

এ বার কমপ্যাক্ট পাউডার নিয়ে নাকের উপর, গাল, কপাল ও চোখের নীচে লাগান। তবে খেয়াল রাখবেন মুখ যেন অতিরিক্ত সাদা না হয়ে যায়। ত্বকে কোনও জায়গায় দাগ-ছোপ থাকলে সেই জায়গায় কন্সিলার ব্যবহার করুন। হালকা ব্লাশ ব্যবহার করতে পারেন।

চোখের ওপরে ও নীচে হালকা করে কাজল লাগান। ব্রাউন শেডের আইশ্যাডো ব্যবহার করুন। মাস্কারা লাগাতে ভুলবেন না যেন। আইল্যাশও লাগাতে পারেন।

ঠোঁটের মেক-আপটা সুন্দর করে করুন। প্রথমে লিপ লাইনার দিয়ে ঠোঁটের বাইরে এঁকে নিন। চড়া রঙের লিপস্টিক লাগান। দীপিকার পছন্দের লাল রঙের লিপস্টিকেও সাজতে পারেন।

Advertisement
আরও পড়ুন