ঘরোয়া ক্রিম তৈরি করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
ত্বকের হাজার একটা সমস্যা। সেই সব সমস্যা দূর করতে দোকানে নানা রকম প্রসাধনীও পাওয়া যায়। কোনওটি সকালে মাখার, কোনওটি রাতে। কোনওটি ঘরে থাকলে মাখতে হয়, কোনওটি আবার বাইরে বেরোলে। এত খরচ করেও যে সব সময় মনের মতো ফল পাবেন, তেমন না-ও হতে পারে। তা হলে কি ক্রিম মাখাই ছেড়ে দেবেন? ঘরোয়া টোটকায় রূপচর্চা করেন যাঁরা, তাঁরা বলছেন এ ক্ষেত্রে ঘি এবং গুঁড়ো হলুদ— এই দুটি উপাদান দিয়ে বাড়িতেই ক্রিম তৈরি করে ফেলা যায়। ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে ঘরোয়া এই ক্রিম দারুণ কাজ করে।
এই ক্রিম তৈরি করতে কী কী লাগবে?
নুন ছাড়া ঘি: ২৫০ গ্রাম
গুঁড়ো হলুদ: ১ চা চামচ
পদ্ধতি:
১) প্রথমে একটি পাত্রে ঘি গরম করে নিন।
২) তার মধ্যে মিশিয়ে নিন গুঁড়ো হলুদ। ভাল করে মিশিয়ে নিন।
৩) ঘি এবং হলুদ ভাল করে মিশে গেলে ছেঁকে নিতে হবে। কাচের শিশিতে রাখতে পারলে ভাল হয়।
৪) ঘি-হলুদের গরম মিশ্রণ স্বাভাবিক তাপমাত্রায় এলে তা ফ্রিজ়ে রেখে দিন।
৫) ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে, মুখ পরিষ্কার করে দু’বেলা ঘরে তৈরি এই ক্রিম মুখে মাখতে পারেন।