কেবল ভাল পোশাক পরলেই হল না, ঠিকমতো মেক-আপ করারও দরকার আছে। ছবি: সংগৃহীত
করোনাকালে কাজ করার ধরন অনেকটা পাল্টে গিয়েছে। বাড়ি বসে কাজের দিকেই ঝুঁকছেন বেশির ভাগ মানুষ। সুতরাং জরুরি মিটিং সারতে ভরসা এখন ভিডিয়ো কল-ই। ভিডিয়ো কলে মিটিং মানেই নিজেকে ফিটফাট রাখা ভীষণ জরুরি। কেবল ভাল পোশাক পরলেই হল না, ঠিকমতো মেক-আপ করারও দরকার আছে।
কী ভাবে মেক-আপ করবেন?
১) প্রথমে ক্লিনসার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে মেক-আপ ভাল করে বসবে। মেক-আপ করার আগে একটু বরফও ঘষে নিতে পারেন মুখে।
২) হালকা করে ফাউন্ডেশন লাগান। বিশেষ করে চোখের নীচের অংশে ভাল করে ফাউন্ডেশন মাখুন।
৩) এ বার কমপ্যাক্ট পাউডার নিয়ে নাকের উপর, গাল, কপাল ও চোখের নীচে লাগান। তবে খেয়াল রাখবেন মুখ যেন অতিরিক্ত সাদা না হয়ে যায়। ত্বকে কোনও জায়গায় দাগ-ছোপ থাকলে সেই জায়গায় কন্সিলার ব্যবহার করুন। হালকা ব্লাশ ব্যবহার করতে পারেন।
৪) খুব বেশি উগ্র সাজবেন না। চোখের নীচে হালকা করে কাজল লাগান। আইলাইনার না পরলেও চলে। প্রয়োজনে মাস্কারা লাগাতে পারেন।
৫) ঠোঁটের মেক-আপটা সুন্দর করে করুন। প্রথমে লিপ লাইনার দিয়ে ঠোঁটের বাইরে এঁকে নিন। তার পর পছন্দের লিপস্টিক লাগান। খুব বেশি চড়া নয়, হালকা রঙের লিপস্টিক লাগান।
৬) ঠিক মতো দেখতে লাগার জন্য পরিষ্কার করে চুল বাঁধা জরুরি। যেহেতু অফিসের মিটিং, তাই উঁচু করে চুল বাঁধতে পারেন। মুখের সামনে যেন চুল না আসে সেই দিকে খেয়াল রাখুন।