Eye Brow Make up

ধারালো বাঁকা ধনুক নয়, স্বাভাবিক ঘন নরম ভ্রু -র মেকআপ হবে কী রকম? দু’টি ছোট্ট উপায় জেনে নিন

মারাঠে বলছে ভ্রুকে ঘন দেখানোর জন্য পাউডার ব্যবহার করেন অনেকেই। কিন্তু তাতে ভ্রু ঘন দেখানোর বদলে চ্যাটালো দেখায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ২০:৪৪

—ফাইল চিত্র।

যেকোনও জিনিস ন্যাচারাল বা স্বাভাবিক হলেই দেখতে বেশি ভাল লাগে। ‘নো মেকআপ লুক’ আর কম সাজগোজ যখন ট্রেন্ড, তখন ভুরুই বা আঁকা বা কৃত্রিম দেখতে লাগবে কেন? ভ্রুকে নরম, ঘন আর স্বাভাবিক সুন্দর দেখানোরও পদ্ধতি রয়েছে। সহজ দু’টি উপায় বাতলে দিলেন রূপটান শিল্পীরা।

Advertisement

ছবি: সংগৃহীত।

মেক আপ শিল্পী তনভি মারাঠে বলছেন, দু’টো ধাপে ব্যাপরটা করতে হবে।

১। প্রথমে ব্রাশ দিয়ে ভ্রুকে উপরের দিকে আঁচড়ান। খেয়াল রাখবেন যাতে ভ্রুর প্রতিটি লোম আলাদা আলাদা ভাবে বোঝা যায়।

২। এ বার একটি সরু ভ্রু আঁকার পেনসিল বা পেন দিয়ে ছোট ছোট দাগ দিতে থাকুন। যাতে ভ্রু ঘণ দেখায়। শেষে ভ্রু সেট করার জেল দিয়ে পুরোটা সেট করুন।

ছবি: সংগৃহীত।

মারাঠে বলছে ভ্রুকে ঘন দেখানোর জন্য পাউডার ব্যবহার করেন অনেকেই। কিন্তু তাতে ভ্রু ঘন দেখানোর বদলে চ্যাটালো দেখায়।

রূপটান শিল্পী ঋদ্ধিমা শর্মা বলছেন, ‘‘স্বাভাবিক ঘন ভ্রু এখন ট্রেন্ডে রয়েছে। আমাদের দেখতে কেমন লাগছে তার অনেকটাই নির্ভর করে ভ্রু-র উপর। তাই ভ্রু স্বাভাবিক দেখতে হলে মেকআপও ভাল লাগবে।’’

Advertisement
আরও পড়ুন