Lip Make Up

পুজোয় ঠোঁটের রূপটান হোক নিখুঁত, কালচে ছোপ ঢাকার কৌশল শিখে রাখুন

ঠোঁট আর্দ্রতা হারালে মূলত কালচে দাগছোপ দেখা দেয়। গাঢ় রঙের লিপস্টিক পরেও সেই দাগছোপ আড়াল করা যায় না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৮
How to apply lipsticks on dark lips

পুজোয় কেমন হবে ঠোঁটের মেকআপ? ছবি: ফ্রিপিক।

অতিরিক্ত রোদ, ধূমপান, কফির প্রতি অত্যধিক আসক্তি ইত্যাদি নানা কারণে ঠোঁট কালচে হয়ে যেতে পারে। এর জন্য নিয়মিত ঠোঁটের ত্বকের যত্ন নেওয়া জরুরি। ঠোঁট আর্দ্রতা হারালে মূলত কালচে দাগছোপ দেখা দেয়। গাঢ় রঙের লিপস্টিক পরেও সেই দাগছোপ আড়াল করা যায় না।

Advertisement

ঠোঁটের ত্বক ভাল রাখতে নিয়মিত কাঠবাদামের তেল বা শসার রস লাগাতে পারেন। এতে ঠোঁটে দাগছোপ পড়বে না। ঠোঁটের কালো দাগছোপ দূর করতে পারে গোলাপজলও। গোলাপ জলে তুলো ভিজিয়ে ঠোঁটের চারিধারে ভাল করে বুলিয়ে নিন। মাঝেমধ্যে এটি করলেই ঠোঁটে গোলাপি আভা থাকবে।

ঠোঁটের মেকআপের প্রসঙ্গে আসা যাক। ঠোঁটের রূপটানের আগে অবশ্যই লিপ স্ক্রাব এবং নরম ব্রাশ দিয়ে ঠোঁটের মৃত কোষ তুলে ফেলতে হবে। এর পর নরম তোয়ালে দিয়ে ঠোঁট মুছে নিন।

মেকআপের আগে ঠোঁটে কনসিলার লাগান। কনসিলার যে কোনও ধরনের দাগছোপ তুলে দিতে পারে। আঙুল বা ব্রাশ দিয়ে ঠোঁটে কনসিলার লাগিয়ে নিতে হবে। এর উপর লিপস্টিক পরলে লিপস্টিকের আসল রং খুলে বেরোবে। একটু গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করা ভাল। এতে ঠোঁটের কালচে ভাব সহজে বোঝা যাবে না। যদি ন্যুড মেকআপ চান, তা হলে লিপস্টিক লাগানোর অন্তত ১৫ মিনিট আগে লিপ বাম লাগিয়ে নিতে হবে। সানস্ক্রিন সমৃদ্ধ লিপবাম হলেই ভাল। এর পর কনসিলার লাগিয়ে সামান্য ফাউন্ডেশন লাগিয়ে নিন। নিজের ত্বকের রঙের চেয়ে গাঢ় রঙের লিপস্টিক বেছে নিন। প্রথমে ন্যুড লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। এর পর ম্যাট ফিনিশ লিপস্টিক বা লং স্টে লিপ কালার বাছুন। গ্লসি লিপস্টিক এ ক্ষেত্রে ব্যবহার না করাই ভাল।

আরও পড়ুন
Advertisement