Makeup Tips

অফিস সেরেই পার্টিতে যাবেন? চটজলদি মেকআপ করেও হয়ে উঠতে পারেন তারকাদের মতো মোহময়ী

অফিস সেরেই পার্টিতে যেতে হবে। হাতে সময়ও কম। তাড়াহুড়োতে সাজগোজ করতে গিয়ে মেকআপ ঘেঁটে যেতে পারে। তাই কম সময়েও কী ভাবে সাজলে মোহময়ী লাগবে, তা জেনে রাখা ভাল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯:১৪
দ্রুত মেকআপ করেও তারকাদের মতো মোহময়ী হয়ে উঠতে পারেন, শিখে নিন পদ্ধতি।

দ্রুত মেকআপ করেও তারকাদের মতো মোহময়ী হয়ে উঠতে পারেন, শিখে নিন পদ্ধতি। ফাইল ছবি।

বছর শেষের পার্টির তোড়জোড় চলছে অনেক জায়গাতেই। এ দিকে অফিসে ছুটি নেই। অফিস সেরেই পার্টিতে যেতে হবে। হাতে সময়ও কম। তাড়াহুড়োতে সাজগোজ করতে গিয়ে মেকআপ ঘেঁটে যেতে পারে। তাই কম সময়েও কী ভাবে সাজলে মোহময়ী লাগবে, তা জেনে রাখা ভাল।

Advertisement

রাত পার্টি মানেই যে চড়া মেকআপ করতে হবে তা নয়। চোখ হাইলাইট করুন কিন্তু সাজ হালকাই রাখুন। চোখের তলায় কালির ছাপ থাকলে, ভাল করে কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নিতে হবে। চোখ হাইলাইট করতে চাইলে স্মোকি আইজ় করা যেতে পারে। সে ক্ষেত্রে ব্রাউন বা গ্রে শেডের শ্যাডো লাগান। ভাল করে ব্লেন্ড করুন। কালো কোল পেনসিল দিয়ে চোখের উপরের পাতায় লাগিয়ে স্মাজ করে দিন। এখন নানা কোম্পানির স্মাজার পাওয়া যায়। ব্যবহার করে দেখতে পারেন। আবার কাজলের সঙ্গেও অনেকসময় স্মাজার থাকে।

কাজল পেনসিল দিয়ে চোখের উপের পাতায় লাইন টানুন। সরু থেকে মোটা হবে লাইনটা। নীচের পাতায়ও সরু করে কাজল লাগাতে পারেন। আইলাইনারও লাগাতে পারেন। শেষে মাস্কারা লাগিয়ে নিন।

হালকা সাজ পছন্দ হোক বা জমকালো, বেস মেকআপে গাফিলতি করলে গোড়াতেই গলদ থেকে যাবে। মুখ পরিষ্কার করে টোনার ও ময়েশ্চারাইজ়ার লাগিয়ে তার পর মেকআপ শুরু করুন। পারলে স্ক্রাব করে নিতে পারেন। এতে মেকআপ ভাল ভাবে বসবে। মুখের মাঝের অংশে ফাউন্ডেশন লাগিয়ে ধীরে ধীরে তা বাইরের দিকে ব্লেন্ড করুন। ত্বকের দাগছোপ ঢাকলে কনসিলার লাগান। যত ক্ষণ না কনসিলার ও ফাউন্ডেশন ত্বকের সঙ্গে একেবারে মিশে যাচ্ছে, তত ক্ষণ ধৈর্য্য ধরে ব্লেন্ড করুন। পাউডারের সাহায্যে বেস মেকআপ সেট করে নিন।

লিপস্টিকের শেড বাছার সময়ও মাথায় রাখুন বাকি মেকআপ এবং পোশাকের রঙের কথা। আই মেকআপে গাঢ় রঙের ব্যবহার থাকলে, ন্যুড লিপস্টিক ব্যবহার করতে পারেন। চুলের কথা ভুলবেন না। খোলা চুলে সৌন্দর্য বাড়ে ঠিকই, তবে চাইলে চুল বান করে কাঁটা লাগিয়ে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন