হাতে সময় কম থাকলেও নিজেকে বাইরে থেকে খানিক না সাজালে মনটা কেমন খুঁত খুঁত করে। প্রতীকী ছবি।
ঘর এবং বাইরে, এক হাতে সবটাই সামলান অনেকে। সংসার, চাকরি, সন্তান— সব কিছু একা হাতে সামলাতে গিয়ে আলাদা করে নিজের যত্ন নেওয়ার সময় থাকে না। অনেকেই রূপটান করতে পছন্দ করেন। কিন্তু সময়ের অভাবে তা অনেক সময়ে হয়ে ওঠে না। হাতে সময় কম থাকলেও নিজেকে বাইরে থেকে খানিক না সাজালে মনটা কেমন খুঁত খুঁত করে। আবার হয়তো হাতে সময় আছে, রূপটানে অনভ্যস্ত হওয়ার কারণে ঠিকঠাক সেজে উঠতে পারেন না।
সামনেই পুজো। তবে হাতে কিছুটা সময় আছে। সাজগোজের সহজ কয়েকটি উপায় জেনে নিলে রূপটানে অনভ্যস্ত হয়েও পুজোর সময়ে অনেকের নজর কাড়তে পারেন।
১) প্রথমে আঙুলে অল্প পরিমাণ ফাউন্ডেশন নিয়ে সারা মুখে পাফ দিয়ে বুলিয়ে দিন। এমন ভাবে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন, যাতে মুখের কোনও অংশে তা লেগে না থাকে।
২) মুখে কোনও দাগছোপ থাকলে কনসিলার ব্যবহার করে সেই অংশগুলি ঢেকে নিন।
৩) কনসিলার লাগানোর পরে হাইলাইটার দিয়ে নাক, চোখ, কপাল এবং থুতনির অংশে লাগিয়ে নিন। এতে দূর থেকে ত্বক উজ্জ্বল দেখাবে।
৪) কনট্যুর পেন্সিল দিয়ে গালের দু’পাশে কেটে নিন। মুখ তীক্ষ্ণ দেখাবে।
৫) হালকা করে গোলাপি ব্লাশ অন গালে লাগিয়ে নিন। অনেকে ব্লাশ অন ব্যবহার করতে পছন্দ করেন না। তেমন হলে ব্লাশ অন না লাগালেও চলবে।
৬) সব শেষে উজ্জ্বল রঙের কোনও লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিলেই তৈরি আপনার পুজোর সাজ।