Sesame Oil for Hair

নারকেল, অলিভ এমনকি হোহোবা অয়েলও মাথায় মেখেছেন! চুল পড়া রুখতে তিলের তেল মেখে দেখুন

তিল তেলের গুণ অনেক। তিল বীজ থেকে তৈরি হয় এই তেল। প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে এই তেলে যা চুলের স্বাস্থ্য ভাল রাখে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:০৭
sesame oil

তিলের তেল মাখবেন কেন? ছবি: সংগৃহীত।

চুলের জন্য খুবই উপকারী তিলের তেল। বাজারে যখন এত রকম বাহারি প্রসাধনী আসেনি, তখন চুল পড়া কমাতে একসময়ে মা-ঠাকুমারা তিল তেলেই ভরসা রাখতেন। মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখা থেকে চুল পড়া কমানো, অকালপক্কতা রোধে তিল তেলের জুড়ি মেলা ভার। নিয়মিত ব্যবহার করলে মাথায় খুশকির সমস্যাও দূর হবে।

Advertisement

তিল তেলের গুণ অনেক। তিল বীজ থেকে তৈরি হয় এই তেল। প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে এই তেলে যা চুলের স্বাস্থ্য ভাল রাখে। মাথার ত্বকে ব্রণ, ফুসকুড়ি হয় অনেকের। তালুতে প্রদাহও হয়। তিল তেল মাথার তালুতে র‌্যাশ, চুলকানি বা যে কোনও সমস্যা দূর করতে পারে। এতে রয়েছে ভিটামিন বি, ই, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, যা চুলের গোড়া মজবুত করে। তিলের তেলে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট যা অকালে চুল পাকার সমস্যা দূর করে।

কী ভাবে মাথায় মাখবেন?

তিলের তেল কিন্তু সরাসরি মাথায় লাগাবেন না। কোনও কেরিয়ার তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা উচিত। এক চামচ তিলের তেলের সঙ্গে ১ চামচ কাঠবাদাম তেল মিশিয়ে ভাল করে চুলে লাগিয়ে নিন। মাথার তালুতে ভাল করে মাসাজ করতে হবে তেল। তার পর একটি তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ৩০-৪০ মিনিট পরে শ্যাম্পু করে নিন। দেখবেন কম দিনেই উপকার পাচ্ছেন।

Advertisement
আরও পড়ুন