ছবি: সংগৃহীত।
শুধু বাজারের থলেটি নেই। বদলে রয়েছে এক আঁটি শাক! গোড়া-সহ শাকের সেই আঁটিই হল ব্যাগ। আর সেটিই ইটালির বিলাস-প্রসাধন সংস্থা ‘মোস্কিনো’-র নবতম সৃষ্টি।
ফ্যাশন জগতে নতুন-পুরনো নানা ধরনের জিনিস নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চলে। শুধু পোশাক কিংবা গয়না নয়, ব্যাগের ডিজ়াইন বা নকশা নিয়েও কাটাছেঁড়া হয়। সময়ে সময়ে ব্যাগের উপরের প্রিন্ট বা সেলাই বদলে যায়। ব্যাগ তৈরির ‘ফ্যাব্রিক’ও পাল্টে যায়। কিন্তু, গোটা একটি সেলেরি বা রাঁধুনি গাছকে ‘ক্লাচ ব্যাগ’-এর রূপ দেওয়ার বিষয়টি একেবারেই অভিনব।
‘নাপা’ চামড়া দিয়ে তৈরি ব্যাগটি যাতে হুবহু আসল শাকের আঁটির মতো দেখতে হয়, সে কারণে ‘থ্রি-ডি’ এফেক্টও দেওয়া হয়েছে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে ব্যাগটির মূল্য সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যায়। ব্যাগটির মূল্য ৫,৯২১ আমেরিকান ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫ লক্ষ টাকার কাছাকাছি।