কালীরূপে পাওলি।
এ কোন কালী! কালীপুজোয় দেবীর সাজে ধরা দিলেন অভিনেত্রী পাওলি দাম। শিঁথিতে ভরা সিঁদুর, এলোকশী কোঁকড়া চুল, গলায় জবার মালা! তবে রণচণ্ডী কালী নয়, পাওলির সাজে আছে স্নিগ্ধতা।
সাজ নিয়ে বরাবরই পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন অভিনেত্রী। কখনও খুব সাধারণ সাজ, আবার কখনও কখনও বেশ জমকালো সাজেও সাবলীল নায়িকা। তবে দীপাবলীতে একবারে ছকভাঙা সাজে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী।
সোনালি রঙের শাড়ি, গলায় লাল জবার মালা— সব নারীর মধ্যেই কালীর ছায়া রয়েছে, বার্তা যেন অভিনেত্রীর। মাথায় চন্দনের ফোঁটা, হাত-পায়ে আলতা, পায়ে নূপুর, হাতে শাখা-পলা— একেবারে ভিন্ন সাজে ধরা দিলেন নায়িকা।
সাজ আবার বদলে বদলে যায়, মনের ভাবের সঙ্গে। কালীপুজোয় কালো শাড়িতে মোহময়ী রূপেও ধরা দিয়েছেন অভিনেত্রী। কালো বেনারসিতে দারুণ মানিয়েছে তাঁকে। কালো শাড়ির সঙ্গে সোনার গয়নায় লাস্যময়ী নায়িকা।
গয়না ছাড়া পুজোর সাবেকি সাজ অসম্পূর্ণ। সাবেকি সাজ বরাবরই পাওলির বড় প্রিয়। আর সোনার গয়নাও। কালো শাড়ির সঙ্গে গলায় চোকার আর লম্বা সীতাহার, কোমরে কোমরবন্ধনী, হাতে বালা, মাথা ভর্তি সিঁদুরে একেবারে বধূসাজে ধরা দিলেন পাওলি।
কখনও কালীসাজে, কখনও আবার বধূবেশে এ ভাবেই দেখা দিলেন নায়িকা। তাঁর রূপের ছটায় আলোকিত হল উৎসবের দিনটি।
মেক আপ: অভিজিৎ পাল
স্টাইলিস্ট: পৌলমী গুপ্ত
শাড়ি: মিতান ঘোষ, পারমিতা বন্দ্যোপাধ্যায়
গয়না: আঁকিবুকি (অদিতি), গহনা জুয়েলারি
স্থান: জে ডব্লিউ ম্যারিয়ট
ছবি: দেবর্ষি সরকার