E-Commerce

অনলাইন কেনাকাটার নেশা হয়ে গিয়েছে, কী ভাবে বোঝা যাবে সে কথা

অনেকেই জানিয়েছেন, এর জেরে বাড়তি জিনিস কিনে ফেলার প্রবণতাও দেখা দিয়েছে তাঁদের মধ্যে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৯:৩২
অনলাইনে কেনাকাটা কি নেশার পর্যায়ে চলে গিয়েছে?

অনলাইনে কেনাকাটা কি নেশার পর্যায়ে চলে গিয়েছে?

নেটমাধ্যমে এখন কী না পাওয়া যায়! বেনারসি শাড়ি থেকে হাওয়াই চটি, বিলিতি কফি থেকে আলপিন— কম্পিউটারের সামনে বসলেই হল। দিন দুয়েকে পছন্দের জিনিস হাজির হয়ে যাবে বাড়িতে। অতিমারির জেরে লকডাউনের সময়ে এই দ্ধতিতে কেনাকাটার অভ্যাস আরও বেড়ে গিয়েছে। অনেকেই জানিয়েছেন, এর জেরে বাড়তি জিনিস কিনে ফেলার প্রবণতাও দেখা দিয়েছে তাঁদের মধ্যে।

Advertisement

অনলাইন কেনাকাটা খানিকটা নেশার পর্যায় চলে যাচ্ছে কি না, কী দেখে বুঝবেন সে কথা?

  • প্রয়োজনের তুলনায় বেশি জিনিস কেনা হয়ে যাচ্ছে
  • টাকা না থাকলেও কেনাকাটা করে ফেলছেন
  • নেটমাধ্যমে জিনিস কেনার ঠেলার কাজে ফাঁকি দেওয়া হচ্ছে
  • এক-দু’দিন কিছু না কিনলেই মন খারাপ হয়
  • কাজ না থাকলেই অনলাইন বিপণিতে ঘোরাফেরা করেন

এমন সব প্রবণতা বলে দিতে পারে, অনলাইন কেনাকাটা আর ভাল লাগা নয়, নেশার পর্যায় পৌঁছে গিয়েছে। সে ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন