Home Decor

দেওয়ালে কোন রং ব্যবহার করলে চোখে আরাম হবে, সাজানোও হবে সহজ

গৃহসজ্জার অনেকটাই জুড়ে থাকে রঙের ব্যবহার। যে কোনও রকমের ঘরেই কিছু হাল্কা রং ভাল দেখায় বলে পরামর্শ দেন অন্দরসজ্জার সঙ্গে যুক্ত পেশাদারেরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৭:৩৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঘরের রঙের উপরে নির্ভর করে অনেক কিছুই। সেই বাড়ির বাসিন্দাদের মনের ভাব থেকে ব্যক্তিত্ব, সবই প্রকাশ পায় তার মাধ্যমে। অন্দরসাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রং। গৃহসজ্জার অনেকটাই জুড়ে থাকে রঙের ব্যবহার। যে কোনও রকমের ঘরেই কিছু হাল্কা রং ভাল দেখায় বলে পরামর্শ দেন অন্দরসজ্জার সঙ্গে যুক্ত পেশাদারেরা।

কোন কোন রং পড়ে সেই তালিকায়?

Advertisement

সাদা তো আছেই। তা ছাড়া রয়েছে ক্রিম, ঘিয়ের মতো রংও।

ঘরের রঙের উপরে নির্ভর করে অনেক কিছুই। সেই বাড়ির বাসিন্দাদের মনের ভাব থেকে ব্যক্তিত্ব, সবই প্রকাশ পায় তার মাধ্যমে। অন্দরসাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রং। গৃহসজ্জার অনেকটাই জুড়ে থাকে রঙের ব্যবহার। যে কোনও রকমের ঘরেই কিছু হাল্কা রং ভাল দেখায় বলে পরামর্শ দেন অন্দরসজ্জার সঙ্গে যুক্ত পেশাদারেরা।

কোন কোন রং পড়ে সেই তালিকায়?

সাদা তো আছেই। তা ছাড়া রয়েছে ক্রিম, ঘিয়ের মতো রংও।

Advertisement
আরও পড়ুন