তেলঙ্গানা পুলিশের এক অফিসারকে চড় মারার অভিযোগ উঠল ওয়াইএসআর তেলঙ্গানা পার্টির নেত্রী শর্মিলার বিরুদ্ধে। ছবি: টুইটার থেকে নেওয়া।
তেলঙ্গানার এক পুলিশকর্তাকে চড় মারার অভিযোগে আটক করা হল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলাকে। অভিযোগ, সোমবার হায়দরাবাদে তেলঙ্গানায় সরকারি চাকরিতে নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল শর্মিলার দল ওয়াইএসআর তেলঙ্গানা পার্টি। সে সময়ই ওই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, তেলঙ্গানা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে সিট।
সরকারি নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে বিশেষ তদন্তকারী দলের (সিট) দফতরে যাওয়ার সময় শর্মিলা এবং তাঁর অনুগামীদের গাড়ি আটকায় তেলঙ্গানা পুলিশ সে সময়ই তিনি এক পুলিশ আধিকারিকে চড় মারেন বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআই প্রকাশ করেছে। সিট দফতরে ঢুকতে গিয়ে বাধা পেয়ে বেশ কিছু ক্ষণ রাস্তায় বসে বিক্ষোভ দেখান শর্মিল। এক পর পুলিশ তাঁকে আটক করে।
#WATCH | YSRTP Chief YS Sharmila manhandles police personnel as she is being detained to prevent her from visiting SIT office over the TSPSC question paper leak case, in Hyderabad pic.twitter.com/StkI7AXkUJ
— ANI (@ANI) April 24, 2023
জগনের সঙ্গে মতবিরোধের জেরে শর্মিলা বছর দু’য়েক আগে তেলঙ্গানার ওয়াইএসআর কংগ্রেস ছেড়ে প্রয়াত বাবার নামে নতুন দল গড়েছিলেন। জগন-শর্মিলার মা বিজয়াম্মাও পরে সেই দলে শামিল হন। জগন শিবিরের দাবি, হায়দরাবাদ নিবাসী শর্মিলা অন্ধ্রপ্রদেশের তুলনায় তেলঙ্গানার স্বার্থরক্ষাকে বেশি গুরুত্ব দিতে চান। তাই নতুন দল গড়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অখণ্ড অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওয়াইএস রাজশেখর রেড্ডি। তাঁর মৃত্যুতে খালি হওয়া কাড়াপা জেলার পুলিভেন্ডুলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জেতেন বিজয়াম্মা। কংগ্রেস শীর্ষনেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০১১ সালে নয়া দল ওয়াইএসআর কংগ্রেস গড়েন রাজশেখর-পুত্র জগন। পাশে পেয়েছিলেন মা বিজয়াম্মা এবং বোন শর্মিলাকে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে অখণ্ড অন্ধ্রপ্রদেশ বিভাজনের কট্টর বিরোধী জগনের ভাবমূর্তি তেলঙ্গানায় ভাল নয়। ২০১৪ সালে অন্ধ্র ভেঙে তেলঙ্গানা গঠনের প্রতিবাদে আন্দোলনেও নেমেছিল তাঁর দল ওয়াইএসআর কংগ্রেস। সে কারণেই পরিকল্পিত ভাবে তেলঙ্গানায় প্রয়াত রাজশেখরের নামে নতুন দল গড়ে ‘জমি পেতে’ চাইছেন শর্মিলা। সম্প্রতি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন শুরু করেছেন তিনি।