পাইলট সিদ্ধার্থ যাদবের কফিনবন্দি দেহ আঁকড়ে কান্না হবু স্ত্রীর। ছবি: সংগৃহীত।
বলে গিয়েছিলেন হবু স্ত্রীকে নিতে আসবেন। কিন্তু সেই কথা কথা হিসাবেই রয়ে গেল। এলেন ঠিকই, কিন্তু কফিনবন্দি হয়ে। আর সেই কফিন আঁকড়ে তখন অঝোরে কেঁদে চলেছেন এক তরুণী। আর বার বার বলছেন, ‘‘তুমি বলে গিয়েছিলে আমাকে নিতে আসবে। কিন্তু তুমি নিতে এলে না।’’
হরিয়ানার রেওয়াড়িতে যাদব পরিবারে শোকের বাতাবরণ। কারণ পরিবারের সন্তান সিদ্ধার্থ যাদবের মৃত্যু হয়েছে যুদ্ধবিমান দুর্ঘটনায়। শুক্রবার গ্রামের বাড়িতে তাঁর মরদেহ কফিনবন্দি হয়ে পৌঁছোয়। প্রিয় সিদ্ধার্থকে শেষ বারের মতো দেখতে হাজির হয়েছিলেন পড়শিরা। থেকে থেকেই কান্নার রোল উঠছিল ওই ভিড় থেকে। এক তরুণী কফিন আঁকড়ে হাউ হাউ করে কাঁদছিলেন। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন অনেকে। কিন্তু সামাল দিতে পারছিলেন না।
(বাঁ দিকে) জাগুয়ার বিমান দুর্ঘটনা। মৃত পাইলট সিদ্ধার্থ যাদব (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
ওই তরুণী বায়ুসেনার পাইলট সিদ্ধার্থের হবু স্ত্রী সোনিয়া। গত ২৩ মার্চ তাঁদের বাগ্দান হয়েছিল অনুষ্ঠান করে। বিয়ের পাকা কথাও হয়ে গিয়েছিল। এ বছরের নভেম্বরে তাঁদের দু’জনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ। গত ২ এপ্রিল গুজরাতের জামনগরে জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে মৃত্যু হয় সিদ্ধার্থের। ২০১৭ সালে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন সিদ্ধার্থ। তাঁর বাবা সুশীল কুমারও বায়ুসেনাকর্মী ছিলেন। মা-বাবা ছাড়াও বোন রয়েছে সিদ্ধার্থের। গত ৩১ মার্চ ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন তিনি।