Rohit Sharma and Abhishek Nayar

নায়ারকে সরানোর আগে কি রোহিতের সঙ্গে কথা বলেছিল বোর্ড? ফাঁস গোপন কথা

ভারতের সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক নায়ারকে। তাঁকে সরানোর আগে কি রোহিত শর্মার সঙ্গে কথা বলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১০:২৭
cricket

অভিষেক নায়ার (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।

গত বৃহস্পতিবার ভারতের সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক নায়ারকে। তাঁর সঙ্গে আর চুক্তি বাড়ায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। নায়ারকে সরানোর আগে কি দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড? গোপন কথা ফাঁস হয়ে গেল।

Advertisement

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে, নায়ারকে যখন সহকারী কোচের পদে নিযুক্ত করা হয়েছিল তখন রোহিতের পরামর্শ নেওয়া হয়েছিল। কিন্তু তাঁকে সরানোর আগে রোহিতের সঙ্গে কথা বলা হয়নি। একমাত্র কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলেছিল বোর্ড। তার পরেই নায়ারকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত বছর জুন মাসে গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার সময় নায়ারকে সহকারী কোচ করা হয়। কিন্তু ১০ মাসের মধ্যেই তাঁর উপর ভরসা হারিয়েছেন গম্ভীর। জানা গিয়েছে, নায়ারের সহকারী কোচ হওয়ার নেপথ্যে রোহিতেরও ভূমিকা ছিল। সেই কারণেই কি গম্ভীরের সঙ্গে বিরোধ হয় নায়ারের? কারণ অজানা। তবে তাঁর চুক্তি আর বৃদ্ধি করা হয়নি। জাতীয় দলের চাকরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নিজের পুরনো দল কেকেআরের সহকারী কোচ হয়ে ফিরেছেন নায়ার।

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের পর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি দিয়েছেন রোহিত। নীচে নায়ারকে ট্যাগ করে লেখা, “ধন্যবাদ ভাই।” রোহিতের কথা থেকে স্পষ্ট, ফর্মে ফেরার জন্য নায়ারকে কৃতিত্ব দিয়েছেন তিনি। আইপিএলের মাঝে যখন রোহিত রান পাচ্ছিলেন না, তখন তিনি মুম্বই ক্রিকেট সংস্থার অ্যাকাডেমিতে নায়ারের সঙ্গে সময় কাটিয়েছেন। সেই কারণেই হয়তো নায়ারকে ধন্যবাদ জানিয়েছেন রোহিত।

নায়ারের সঙ্গে রোহিতের সম্পর্ক নতুন নয়। দু’জনেই মুম্বইয়ের ক্রিকেটার। একসঙ্গে খেলেছেনও। এর আগেও অনেক বার নায়ারের সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে সময় কাটিয়েছেন রোহিত। তাঁকে নিজের বড় দাদার মতো দেখেন তিনি। আইপিএলে কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগেও দু’জনকে একসঙ্গে গল্প করতে দেখা গিয়েছে। সেই সম্পর্কের কারণেই হয়তো নায়ারকে সরানোর আগে রোহিতের সঙ্গে কথা বলেনি বোর্ড।

Advertisement
আরও পড়ুন