world bank

বিশ্ব অর্থনীতিতে ধাক্কার প্রভাব এড়াবে ভারত? বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস ৬.৯ শতাংশ বৃদ্ধি

গত অক্টোবরে প্রকাশিত বিশ্বব্যাঙ্কের রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে। তার আগে জুন মাসের রিপোর্টে তা ছিল ৭.৫ শতাংশ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ১৯:২৩
ভারতে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করল বিশ্বব্যাঙ্ক।

ভারতে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করল বিশ্বব্যাঙ্ক। ছবি: এএফপি

করোনাভাইরাস সংক্রমণের ‘ক্ষত’ এখনও পুরোপুরি সারেনি। ‘গোদের উপর বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চিন-তাইওয়ান সংঘাত। যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে। কিন্তু এই পরিস্থিতিতেও ভারতের আর্থিক বৃদ্ধিতে ‘ইতিবাচক সম্ভাবনা’ দেখছে বিশ্ব ব্যাঙ্ক। মঙ্গলবার প্রকাশিত ‘ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট’-এর পূর্বাভাস— চলতি ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশে দাঁড়াতে পারে। গত অক্টোবরে প্রকাশিত রিপোর্টে যা ৬.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

গত জুন মাসে ‘বিশ্ব অর্থনীতির সম্ভাবনা’ (গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস) সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছিল বিশ্ব ব্যাঙ্ক। সেই রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৫ শতাংশ দাঁড়াতে পারে। অক্টোবরের পূর্বাভাসে তা ১ শতাংশ কমে গেলেও এ বার ০.৪ শতাংশ বেড়েছে । প্রসঙ্গত, অতিমারির অভিঘাত কাটিয়ে গত অর্থবর্ষে (২০২১-২২) ভারতে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।

Advertisement

তবে বৃদ্ধির হারে সামান্য উন্নতির আশা থাকলেও, মূল্যবৃদ্ধি ঘিরে বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস দুশ্চিন্তা কমাচ্ছে না। রিপোর্টে বলা হয়েছে, চলতি অর্থবর্ষে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৭.১ শতাংশে পৌঁছতে পারে। যদিও বিশ্বব্যাঙ্কের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেছেন, “দশ বছর আগের তুলনায় ভারত এখন অনেক শক্তিশালী। গত এক দশকের বিভিন্ন আর্থিক পদক্ষেপ ভারতকে বিশ্ব অর্থনীতির প্রথম সারিতে নিয়ে এসেছে।’’

প্রসঙ্গত, প্রায় চার বছর আগেই নয়াদিল্লিকে ‘সুখবর’ দিয়েছিল বিশ্বব্যাঙ্ক। প্রাক্-অতিমারি পর্বে, ২০১৯ সালের জানুয়ারিতে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যেই আর্থিক বৃদ্ধিতে প্রতিবেশী চিনকে ছাপিয়ে যাবে ভারত। কিন্তু করোনার অভিঘাতে বিশ্ব জুড়ে আর্থিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়ে।

Advertisement
আরও পড়ুন