Pinarayi Vijayan

পুলিশ আধিকারিকের পিস্তল থেকে আচমকা গুলি! কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের বাংলোয় আতঙ্ক

রাজধানী তিরুঅনন্তপুরমের মিউজিয়ম থানার ওই পুলিশ অফিসার বেশ কিছু দিন ধরেই মুখ্যমন্ত্রী বিজয়নের বাংলোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে প্রশাসন সূত্রের খবর।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ১৫:১৭
হঠাৎ গুলি চলল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারি বাসভবনে।

হঠাৎ গুলি চলল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারি বাসভবনে। ফাইল চিত্র।

এক নিরাপত্তা আধিকারিকের পিস্তল থেকে আচমকা গুলি ছিটকে বেরনোর ঘটনার জেরে আতঙ্ক ছড়াল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারি বাংলোয়। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, কেরল পুলিশের ওই অফিসার তাঁর সার্ভিস পিস্তলটি পরিষ্কার করার সময় আচমকা দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাংলো ক্লিফ হাউসে সাক্ষাৎপ্রার্থী এবং দফতরের কর্মীদের ভিড় জমেছিল। হঠাৎই গুলির শব্দে ছোটাছুটি শুরু হয়ে যায়। এর পর ওই পুলিশ অফিসার নিজেই অসাবধানতাবশত গুলি চলার ঘটনার কথা জানানোয় উত্তেজনা কমে। দুর্ঘটনার সময় বিজয়ন ক্লিফ হাউসে ছিলেন না।

Advertisement

রাজধানী তিরুঅনন্তপুরমের মিউজিয়ম থানার ওই পুলিশ অফিসার বেশ কিছু দিন ধরেই মুখ্যমন্ত্রী বিজয়নের বাংলোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে প্রশাসন সূত্রের খবর। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিরুঅনন্তপুরম পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘কর্তব্যে গাফিলতির অভিযোগে অভিযুক্ত পুলিশকর্মীকে আপাতত মুখ্যমন্ত্রীর বাসভবনের নজরদারি ও নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে গাফিলতি প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।’’

Advertisement
আরও পড়ুন