Crime

পারিবারিক অশান্তির জের, লোহার রড দিয়ে মাথায় মেরে স্বামীকে খুন করলেন মহিলা!

পারিবারিক অশান্তির জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১০:৫২
এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে।

এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে। প্রতীকী ছবি।

পারিবারিক অশান্তির জেরে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে বিশাপত্তনমের পেন্দুরথির লক্ষ্মীপুরম এলাকায়।

নিহত ব্যক্তির নাম কিলারি নাগেশ্বর রাও (৪৭)। তিনি রেলে কর্মরত ছিলেন। ওই ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী জগদেশ্বরীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, দু’দশক আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তাঁদের দুই সন্তান রয়েছে।

Advertisement

পারিবারিক নানা বিষয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। গত কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। নাগেশ্বরের থেকে খোরপোশের দাবি করেছিলেন তাঁর স্ত্রী। এ নিয়ে আলোচনার জন্য বুধবার রাতে লক্ষ্মীপুরমে স্ত্রীর সঙ্গে দেখা করতে যান নাগেশ্বর। আলোচনা চলাকালীন দু’জনের মধ্যে ঝগড়া বাধে। স্ত্রীকে খুন করার হুমকি দেন বলে অভিযোগ নাগেশ্বরের বিরুদ্ধে। এর পরই নাগেশ্বরের মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত মহিলাকে গ্রেফতারের করা হয়নি।

Advertisement
আরও পড়ুন