Kidnapping

পরিবারে তাঁর গুরুত্ব কতটা? পরখ করতে নিজেকে অপহরণ করালেন যুবক! হলেন গ্রেফতারও

পুলিশের কাছে এক যুবক ফোন করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। নিজেকে অনুপ পটেল বলে পরিচয়ও দেন। পুলিশের কাছে দাবি করেন, গোমতীনগর রেলস্টেশনের কাছ থেকে তাঁকে অপহরণ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭
নিজেকে অপহরণের নাটক করে গ্রেফতার যুবক। প্রতীকী ছবি।

নিজেকে অপহরণের নাটক করে গ্রেফতার যুবক। প্রতীকী ছবি।

পরিবারের লোকজন কি আদৌ তাঁকে ভালবাসেন? বাড়ির সদস্যদের কাছে তাঁর গুরুত্বই বা কতটা? না কি পুরোটাই ভণিতা! এ সব পরখ করতে নিজেকেই অপহরণ করালেন এক যুবক। শেষমেশ গ্রেফতারও হলেন। উত্তরপ্রদেশের লখনউয়ের ঘটনা।

Advertisement

২০ ডিসেম্বর। পুলিশের কাছে এক যুবক ফোন করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। নিজেকে অনুপ পটেল বলে পরিচয়ও দেন। পুলিশের কাছে দাবি করেন, গোমতীনগর রেলস্টেশনের কাছ থেকে তাঁকে অপহরণ করা হয়েছে। কী ভাবে তাঁকে অপহরণ করা হয়েছে, তা-ও জানান। এমনকি তাঁর অপহরণকারী যে এক জন অটোচালক, সেই তথ্যও পুলিশকে দেন অনুপ।

পুলিশের কাছে দাবি করেন, অটোচালক এবং তাঁর সঙ্গীরা রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছেন। তিনি কোথায় রয়েছেন সেই ঠিকানা অবশ্য জানাননি পুলিশকে। যুবকের কাছ থেকে ফোন পেয়েই তৎপর হয় পুলিশ। তাঁর খোঁজে একটি বিশেষ দলও গঠন করা হয়। গোমতীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজেশ কুমার বলেন, ‘‘ফোন পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়। যুবকের দেওয়া তথ্যের সূত্র ধরে রেলস্টেশনের আশপাশে চিরুনিতল্লাশি চালানো হয়। অনুপ যে নম্বর থেকে ফোন করেছিলেন সেই নম্বরের অবস্থান চিহ্নিত করা হয়। দেখা যায়, ঘটনাস্থল থেকে অনেক দূরে পারা নামে একটি জায়গায় রয়েছে ওই মোবাইল।’’

পুলিশ জানিয়েছে, মোবাইলের অবস্থান চিহ্নিত করে পারা পৌঁছতেই স্তম্ভিত হয়ে যায় তারা। দেখেন, অনুপ সেখানে এক জায়গায় নিশ্চিন্তে বসে রয়েছেন। আশপাশে কোনও অপহরণকারীর চিহ্নও মেলেনি। অনুপকে চেপে ধরতেই তিনি আসল ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, অনুপ তাঁদের কাছে দাবি করেছেন, পরিবারের লোকেরা তাঁকে কতটা ভালবাসেন, তাঁর প্রতি কতটা টান রয়েছে বা আদৌ আছে কি না, তা পরখ করতেই অপহরণের নাটক করেছিলেন। আসল ঘটনা প্রকাশ্যে আসতেই মিথ্যা মামলা করার অভিযোগে অনুপকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
আরও পড়ুন