Pushpa 2

রিলের মাঝে ‘রিয়েল’ দৃশ্য! ‘পুষ্পা ২’ ছবি চলাকালীন পুলিশি অভিযান, সিনেমা হলে ধৃত কুখ্যাত দুষ্কৃতী

গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুরের এক প্রেক্ষাগৃহে রাতের শোয়ে ঠাসা ভিড়। সেই ভিড়ের মধ্যেই ছিলেন এক দাগী অপরাধী। বিশাল মেশরাম নামে ওই অপরাধী ছিলেন পুলিশের ‘মোস্ট ওয়ান্টেডে’র তালিকায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:১৩
A smuggler caught during Pushpa 2 show in Nagpur

‘পুষ্পা ২’ ছবির দৃশ্যে অল্লু অর্জুন। —ফাইল চিত্র।

প্রেক্ষাগৃহের মধ্যে তখন দর্শক ঠাসা। স্ক্রিনে অল্লু অর্জুন ছুটছেন খলনায়কের পিছনে। হাততালি, চিৎকারে মুখর প্রেক্ষাগৃহ। আচমকা দর্শকেরা দেখতে পেলেন প্রেক্ষাগৃহের মধ্যেই চলছে ধাওয়া করার দৃশ্য। পুলিশ দৌড়চ্ছে এক ব্যক্তির পিছনে। বেশ কয়েক মিনিট ছোটাছুটির পর ওই ব্যক্তিকে ধরতে পারল পুলিশ। প্রেক্ষাগৃহের মধ্যে যখন এমন দৃশ্য চলছে, তখন ছবি দেখানো বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতারির পর পুলিশ জানায়, আবার চালু হোক সিনেমা!

Advertisement

গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুরের এক প্রেক্ষাগৃহে রাতের শোয়ে ঠাসা ভিড়। সেই ভিড়ের মধ্যেই ছিলেন এক দাগী অপরাধী। বিশাল মেশরাম নামে ওই অপরাধী ছিলেন পুলিশের ‘মোস্ট ওয়ান্টেডে’র তালিকায়। ১০ মাস ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। কিন্তু কিছুতেই বাগে আনতে পারছিল না। অবশেষে পুলিশের কাছে খবর আসে বৃহস্পতিবার রাতের শো-তে ‘পুষ্পা ২’ দেখতে যাবেন তিনি। বিশাল অল্লুর ভক্ত। সেই সূত্র ধরেই পুলিশ তাঁকে ধরার ছক সাজায়। সেখানেই গ্রেফতার হন তিনি।

নাগপুরের পাচপাওলি থানার এক আধিকারিক জানান, খুন, মাদক পাচার ইত্যাদি নানা অপরাধের সঙ্গে যুক্ত বিশাল। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এমনকি পুলিশের উপর হামলা চালানোর অভিযোগও ছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অনেক দিন ধরে তাঁকে খুঁজছিল। মোট ২৭টি মামলা তাঁর বিরুদ্ধে রুজু হয়।

বিশালকে খুঁজতে নানা পন্থা অবলম্বন করেছেন তদন্তকারীরা। তাঁর গতিবিধির উপর নজর রাখছিলেন তাঁরা। সাইবার নজরদারির পাশাপাশি তাঁর গাড়ির গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানতে পারে বৃহস্পতিবার রাতে একটি সিনেমা হলে যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো তাঁর গাড়ির উপর নজর রাখা হয়েছিল। সেখান থেকেই বিশালকে প্রেক্ষাগৃহের মধ্যে ঢুকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
আরও পড়ুন