Sanjay Raut

অর্থ তছরুপের মামলায় তিন মাস পর জামিন শিবসেনা নেতা সঞ্জয় রাউতের, স্বস্তিতে উদ্ধব শিবির

গত ২১ অক্টোবর আদালতের কাছে জামিনের আবেদন করেছিলেন সঞ্জয় রাউত। কিন্তু সে সময় ইডি এবং সঞ্জয়— উভয় পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখে আদালত।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৪:২৯
সঞ্জয় রাউত।

সঞ্জয় রাউত। ফাইল চিত্র।

অর্থ তছরুপের মামলায় ৩ মাস পর জামিন পেলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ এই নেতা অর্থ তছরুপের মামলায় ৩ মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন। বুধবার বিশেষ আদালত রাজ্যসভার এই সাংসদকে জামিন দিয়েছে।

অর্থ তছরুপের মামলায় সঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মুম্বইয়ের একটি বস্তি অঞ্চলের সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এই সূত্রে নাম জড়িয়ে যায় রাউত এবং তাঁর স্ত্রীরও। গত ১ অগস্ট রাউতের বাড়িতে তল্লাশি চালানোর পর অর্থ তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার করার আগে রাউতকে জিজ্ঞাসাবাদের জন্য দু’বার ডেকে পাঠায় ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সঙ্গে রাউত সহযোগিতা করছেন না বলে অভিযোগ ওঠে।

Advertisement

রাউত এবং রাউতের দল অবশ্য বারবারই অভিযোগ করেছে, রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ এনে তাঁকে হেনস্থা করা হচ্ছে। রাউতকে যখন গ্রেফতার করা হয়, তখন শিবসেনার প্রকৃত স্বত্বাধিকার নিয়ে লড়াই চলছে উদ্ধব এবং একনাথ শিন্ডের মধ্যে। সে সময় শিবসেনার মুখপাত্র হিসাবে বিজেপি এবং একনাথের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল সঞ্জয়কে।

গত ২১ অক্টোবর আদালতের কাছে জামিনের আবেদন করেছিলেন সঞ্জয়। কিন্তু সে সময় ইডি এবং সঞ্জয়— উভয় পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখে আদালত।

Advertisement
আরও পড়ুন