ছবি: এএফপি
নিউজ়িল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান।
ফিরলেন রিজ়ওয়ান। একইসঙ্গে ক্যাচ এবং রান আউট হলেন। তবে আম্পায়াররা জানালেন, ক্যাচ আউটটিই বৈধ।
রিজ়ওয়ান ৫৪ এবং হ্যারিস ১১ রানে ক্রিজে।
টি২০-তে ২৩তম অর্ধশতরান করলেন তিনি।
৪২ বলে ৫৩ রানে আউট বাবর।
প্রতিযোগিতায় প্রথম অর্ধশতরান করলেন বাবর আজম।
রিজওয়ান ৪১ এবং বাবর ৪৩ রানে খেলছেন।
রিজওয়ান ৩২ এবং বাবর ৩৩ রানে খেলছেন।
রিজওয়ান ২৭ এবং বাবর ১৯ রানে খেলছেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
রিজওয়ান ১৮ এবং বাবর ১৪ রানে খেলছেন।
প্রথম ওভারেই বাবর আজ়মের উইকেট পেতে পারত নিউজ়িল্যান্ড। কিন্তু তাঁর ক্যাচ ফেলে দিলেন উইকেটরক্ষক কনওয়ে। ২ ওভারে পাকিস্তান তুলল ৯ রান।
পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা ১৫৩ রানের।
টি২০-তে তৃতীয় অর্ধশতরান মিচেলের। নিউজিল্যান্ডের স্কোর ১৯ ওভারে ১৪৪ রান।
শাহিনের বলে অর্ধশতরানের আগেই আউট তিনি (৪৬)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
উইলিয়ামসন ৪৩ এবং মিচেল ৩১ রানে ক্রিজে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
উইলিয়ামসন ৩৬ এবং মিচেল ২২ রানে ক্রিজে।
উইলিয়ামসন ৩৪ এবং মিচেল ২১ রানে ক্রিজে।
নওয়াজ়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ফিলিপস।
ক্রিজে উইলিয়ামসন ১৪ এবং ফিলিপস ৫ রানে।
শাদাব খানের দুরন্ত থ্রোয়ে ২১ রানে ফিরে গেলেন কনওয়ে।