Body Found in UP

উত্তরপ্রদেশের রাস্তায় দুই শিশুর দেহ উদ্ধার, পরিবারের দাবি, তন্ত্রসাধনার জন্য দেওয়া হয়েছে ‘বলি’

পুলিশ সুপার সাগর জৈন জানিয়েছেন, বৃহস্পতিবার ১১ বছরের দেব তার তুতো বোন মাহির সঙ্গে তাদের গ্রামের বাইরে একটি মন্দিরে গিয়েছিল। মাহির বয়স ন’বছর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৬:০৭

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তরপ্রদেশের দেওবন্দ এলাকায় দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। তুতো দুই ভাই-বোন মন্দিরে গিয়েছিল। পরের দিন রাস্তার পাশে তাদের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তন্ত্রসাধনার জন্য খুন করা হয়েছে দুই শিশুকে। পুলিশ খুনের কারণ তদন্ত করে দেখছে। দুই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

পুলিশ সুপার সাগর জৈন জানিয়েছেন, বৃহস্পতিবার ১১ বছরের দেব তার তুতো বোন মাহির সঙ্গে তাদের গ্রামের বাইরে একটি মন্দিরে গিয়েছিল। মাহির বয়স ন’বছর। জৈনের কথায়, ‘‘রাত হয়ে গেলেও দুই ভাই-বোন বাড়ি ফেরেনি দেখে খোঁজ শুরু করে পরিবার। প্রায় মাঝরাতে রাস্তার ধারে দু’জনের দেহ মেলে।’’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে ছিল ফরেন্সিক দল। পুলিশের তরফে জানানো হয়েছে, দু’টি শিশুর শরীরে হাড় ভেঙে যাওয়ার চিহ্ন মিলেছে। দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। যদিও তাদের পরিবারের দাবি, ওই মন্দিরের আশপাশে তন্ত্রসাধনা চলে। সে কারণেই বলি দেওয়া হয়েছে শিশুদের। গ্রামবাসীরা অভিযুক্তকে ধরার দাবিতে দেওবন্দ-নানোটি সড়ক অবরোধ করেন। পুলিশ তদন্তের আশ্বাস দেওয়ার পর উঠে গিয়েছে অবরোধ।

আরও পড়ুন
Advertisement