Army Officer

রাস্তা আটকে দুই সেনা অফিসারকে বেধড়ক মার মধ্যপ্রদেশে! ধর্ষণের শিকার সঙ্গী এক মহিলাও!

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, আক্রান্ত দুই সেনা অফিসার মহুর ‘স্কুল অফ ইনফ্যান্ট্রি’-তে প্রশিক্ষণাধীন। সঙ্গে ছিলেন তাঁদের দু’জনের বান্ধবী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৫

প্রতিনিধিত্বমূলক ছবি।

রাস্তায় আটকে দুই সেনা অফিসারকে মারধর এবং তাঁদের সঙ্গী এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। ইনদওর জেলার মহু-মণ্ডলেশ্বর সড়কে বুধবার ওই ঘটনা ঘটেছে।

Advertisement

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, আক্রান্ত দুই সেনা অফিসার মহুর ‘স্কুল অফ ইনফ্যান্ট্রি’-তে প্রশিক্ষণাধীন। বান্ধবীদের নিয়ে পিকনিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হন তাঁরা। দুই অফিসারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইনদওরের বদগোন্ডা থানার ওসি লোকেন্দ্র সিংহ হিরোর জানিয়েছেন, একটি গাড়ি করে ২৩-২৪ বছরের দুই অফিসার এবং তাঁদের দুই বান্ধবী পিকনিক করতে যাচ্ছিলেন। বুধবার রাত ২টো নাগাদ রাস্তার ধারে একটি স্থানে তাঁরা গাড়ি দাঁড় করিয়েছিলেন। সে সময়ই ৬-৭ জন দুষ্কৃতীর দল হঠাৎ এসে হামলা চালায়।

Advertisement
আরও পড়ুন