Indian Railways

ফলকনামা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ১১:৩৫
প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে ফলকনামা এক্সপ্রেসের। নিজস্ব চিত্র।

প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে ফলকনামা এক্সপ্রেসের। নিজস্ব চিত্র।

ফলকনামা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হল হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায়। রেল সূত্রে খবর, সোমবার সকালে হাওড়া স্টেশন ছেড়ে ট্রেনটি রেল ইয়ার্ডের কাছে পৌঁছতেই আচমকা ভেঙে পড়ে প্যান্টোগ্রাফটি। ঘটনাটি ঘটেছে সকাল ৯টা নাগাদ।

রেল জানিয়েছে, হাওড়া স্টেশনের ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করছে না। অন্য লাইন দিয়ে কিছু লোকাল ট্রেন চালানো হচ্ছে। মূলত আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অন্য লাইনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিকই রয়েছে।

Advertisement

এই ঘটনার ফলে এক জোড়া পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়েছে। তিনটি লোকাল ট্রেন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে চালানো হবে বলে রেল সূত্রে খবর। ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররা পৌঁছে প্যান্টোগ্রাফ সারানোর কাজ শুরু করেছেন। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন