Telangana Train

তেলঙ্গানায় মাথার উপর দিয়ে চলে গেল মালবাহী ট্রেন! অলৌকিক ভাবে প্রাণে বাঁচলেন মহিলা

বান্ধবীর সঙ্গে রেললাইন পেরোচ্ছিলেন ওই মহিলা। তখনই হঠাৎ দু’জনে একটি মালগাড়ির সামনে পড়ে যান। প্রাণ বাঁচাতে রেললাইনেই শুয়ে পড়েন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ১৪:৫৮
ওই মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়।

ওই মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ছবি: এক্স।

শরীরের উপর দিয়ে চলে গেল পণ্যবাহী ট্রেন! তবে গোটা মালগাড়ি পেরিয়ে যাওয়ার পর দেখা গেল, অক্ষত অবস্থায় রয়েছেন রেললাইনে শুয়ে থাকা ব্যক্তি। এমনই অলৌকিক ভাবে প্রাণে বেঁচেছেন তেলঙ্গানার এক মহিলা।

Advertisement

সম্প্রতি ওই মুহূর্তটির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। তিরিশ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রেললাইনে শুয়ে রয়েছেন এক মহিলা। তাঁর মাথার উপর দিয়েই চলে যাচ্ছে মালবাহী ট্রেন। নড়াচড়া করছেন না, যথাসম্ভব স্থির হয়ে শুয়ে রয়েছেন তিনি। এক বার যেন মাথা তুলে দেখার চেষ্টা করলেন, কিন্তু ক্যামেরার অপর প্রান্ত থেকে ভেসে এল সাবধানবাণী। দ্রুত নামিয়ে ফেললেন মাথা। শেষমেশ ট্রেনটি চলে যাওয়ার পর উঠে দাঁড়ালেন ওই মহিলা। দেখা গেল, সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছেন তিনি!

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ভিকারাবাদ জেলার নাভান্দগিতে। জানা গিয়েছে, বান্ধবীর সঙ্গে রেললাইন পেরোচ্ছিলেন ওই মহিলা। তখনই হঠাৎ দু’জনে একটি মালগাড়ির সামনে পড়ে যান। ধীর গতিতে আসা পণ্যবাহী ট্রেনটি দু’জনের কেউই আগে দেখতে পাননি। দেখা মাত্রই বান্ধবী দ্রুত রেললাইন থেকে সরে গেলেও সরতে পারেননি ওই মহিলা। এর পরেই প্রাণ বাঁচাতে রেললাইনে শুয়ে পড়েন তিনি। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পরেই মিশ্র প্রতিক্রিয়া নেটাগরিকদের। কেউ কেউ প্রশ্ন তুলেছেন মহিলার বান্ধবীর ভূমিকা নিয়ে। কেউ কেউ আবার আঁতকে উঠেছেন! তবে মহিলার প্রত্যুৎপন্নমতিত্বের প্রশংসা করছেন সকলেই!

Advertisement
আরও পড়ুন