Abhisek Banerjee

Abhisek Banerjee: বিজেপি-কে কী করে হারাতে হয় তৃণমূল জানে, ত্রিপুরায় দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের

আর ১৭-১৮ মাস পরই ত্রিপুরা থেকে বিজেপি-কে উৎখাত করা হবে, হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৮:৫৫
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ত্রিপুরায় বিপ্লব দেবের শেষের শুরু হয়ে গিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনেই ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে উৎখাত করবে তৃণমূল। ত্রিপুরায় গ্রেফতার হওয়া তৃণমূলের ১৪ নেতা রবিবার বিকেলে জামিন পাওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘বিজেপি-কে কী করে হারাতে হয়, তা তৃণমূল ভালমতোই জানে।’’
জমায়েত করে প্রতিবাদ এবং বিক্ষোভ করার অভিযোগে শনিবার তৃণমূলের ১৪ জন নেতাকে গ্রেফতার করেছিল ত্রিপুরার পুলিশ। ওই পরিস্থিতিতে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেই রবিবার সকালে ত্রিপুরায় পৌঁছে গিয়েছিলেন অভিষেক। বিকেলে সে রাজ্যের আদালত ধৃত কর্মীদের জামিন দেওয়ার পরই বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সাংসদ বলেন, ‘‘ত্রিপুরায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। যাঁরা মার খাচ্ছেন, তাঁদেরই গ্রেফতার করছে ত্রিপুরার পুলিশ। একটা কথা মনে করিয়ে দিতে চাই, তৃণমূলকে ভয় দেখিয়ে, পাথর ছুড়ে দমানো যাবে না। আগামী নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে উৎখাত করেই ছা়ড়বে তৃণমূল।’’

Advertisement

ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বলেন, ‘‘বিজেপি তো ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। তার পরও ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ কী ভাবে হতে পারে? ত্রিপুরা কি বিজেপি-র বাবার সম্পত্তি? কর্মীরা আক্রান্ত হওয়া সত্ত্বেও তাঁদের ন্যূনতম মেডিক্যাল পরিষেবা দেওয়া হয়নি। এই রাজ্যকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে বিজেপি। এমনকি আইনজীবীদের গাড়িতেও হামলা চালানো হচ্ছে।’’

ত্রিপুরার বিধানসভা নির্বাচনই যে এখন তৃণমূলের পাখির চোখ, তা আবারও বুঝিয়ে দিয়ে অভিষেকের হুঁশিয়ারি, ‘‘আর ১৭-১৮ মাস। এ বার থেকে সপ্তাহে তিন দিন আসব এখানে। যত দিন না ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে উৎখাত করছি, তত দিন আসতেই থাকব। দেখা যাক, কার জেদ বেশি।’’

আরও পড়ুন
Advertisement