Tripura

Municipal Election in Tripura: আগরতলার পুরভোটে ৫১ ওয়ার্ডেই লড়ছে তৃণমূল, প্রার্থীদের মধ্যে অর্ধেক মহিলা

আগামী ২৫ নভেম্বর আগরতলা পুরসভা-সহ ত্রিপুরার ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতে নির্বাচন। ভোট গণনা ২৮ নভেম্বর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২০:১৬

গ্রাফিক: সনৎ সিংহ।

ত্রিপুরার আগরতলা পুরসভার ৫১টি ওয়ার্ডেই প্রার্থী দিল তৃণমূল। তাৎপর্যপূর্ণ ভাবে তালিকার প্রায় ৫০ শতাংশই মহিলা। বুধবার ত্রিপুরার রাজধানী শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থীরা। ছিলেন দলের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক এবং রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব।

সুস্মিতা বলেন, ‘‘সব আসনে প্রার্থী দিতে পারা আমাদের প্রথম জয়। ত্রিপুরাবাসীর সমর্থন পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’’

তৃণমূলের ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছেন, রামনগরের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের ভাই তপন। নব্বইয়ের দশকে কংগ্রেস জমানার মন্ত্রী সুরজিৎ একদা ত্রিপুরা তৃণমূলের সভাপতিও ছিলেন।

Advertisement

বিজেপি-র প্রাক্তন মন্ত্রী তথা আগরতলারই বিধায়ক সুদীপ রায় বর্মণের ঘনিষ্ঠ অনুগামী শ্যামল পালও রয়েছেন তৃণমূলের প্রার্থী তালিকায়। রয়েছেন, ত্রিপুরা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি বাপ্টু চক্রবর্তী এবং বিদায়ী পুরসভার কংগ্রেস কাউন্সিলর পান্না দেবও।

আগামী ২৫ নভেম্বর আগরতলা পুরসভা-সহ ত্রিপুরার ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতে ভোট। গণনা ২৮ নভেম্বর। ৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার কাজ চলবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৮ নভেম্বর। ইতিমধ্যেই ত্রিপুরার কিছু এলাকায় বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে সে রাজ্যের শাসকদল বিজেপি-র বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement