Delhi Assembly Election 2025

‘দিল্লির বিধানসভা ভোটে তৃণমূলের সমর্থন পেয়েছি, দিদিকে ধন্যবাদ’, কেজরী লিখলেন সমাজমাধ্যমে

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। তৃণমূলের পাশাপাশি ‘ইন্ডিয়া’র আর এক সহযোগী সমাজবাদী পার্টিরও সমর্থন পেয়েছে কেজরীর আপ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৭:২০
TMC supports AAP in Delhi Assembly Election, Arvind Kejriwal says ‘Thank you Didi’ to West Bengal CM Mamata Banerjee

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্য়ায়, অরবিন্দ কেজরীওয়াল (ডান দিকে)। —ফাইল ছবি।

দিল্লির আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন বলে দাবি করলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল। বুধবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্টও করেছেন তিনি।

Advertisement

ওই পোস্টে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরী লিখেছেন, ‘‘দিল্লির নির্বাচনে আপকে সমর্থন করেছে তৃণমূল। আমি ব্যক্তিগত ভাবে মমতাদিদির কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি। আপনি সবসময় আমাদের ভাল ও খারাপ সময়ে সমর্থন এবং আশীর্বাদ করেছেন।’’ দিল্লির কয়েকটি বিধানসভা আসনে বাঙালি ভোটারদের সংখ্যা ‘নির্ণায়ক’। সে ক্ষেত্রে তৃণমূলের এই সমর্থন কেজরীর ক্ষেত্রে লাভজনক হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। তৃণমূলের পাশাপাশি ‘ইন্ডিয়া’র আর এক সহযোগী সমাজবাদী পার্টিরও সমর্থন পেয়েছে কেজরীর আপ। যদিও বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৃহত্তম শরিক কংগ্রেস আলাদা ভাবে দিল্লির ৭০টি আসনেই লড়ছে। ২০১৪ সালের লোকসভা ভোটে দিল্লিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। তার পর থেকে ধারাবাহিক ভাবে কেজরীর দলকেই সেখানে সমর্থন জানিয়েছেন মমতা।

Advertisement
আরও পড়ুন