বিজাপুরের সেই বিস্ফোরণস্থল। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় আধাসেনা এবং ছত্তীসগঢ় পুলিশের যৌথবাহিনীর তল্লাশি অভিযানে ১০ কিলোগ্রাম বিস্ফোরকযুক্ত আইইডি উদ্ধার হল বস্তার ডিভিশনে। নাশকতার উদ্দেশ্যে সুকমা জেলার জঙ্গলঘেরা গ্রাম বেলপোচার অদূরে কোন্টা-গোলাপল্লি সড়কের তলায় মাওবাদীরা ওই আইইডি বসিয়েছিল বলে পুলিশের দাবি।
সোমবার বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর আট জওয়ান এবং গাড়ির চালক ওই হামলায় নিহত হন। তার পরেই কেন্দ্রীয় আধাসেনা ও পুলিশের যৌথ বাহিনী উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইন সন্ধানী যন্ত্র এনে বস্তার জেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করে। এ বার সেই ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরে বিজাপুরের পড়শি জেলা সুকমা থেকে উদ্ধার হল আইইডি।
পুলিশ সূত্রের খবর, নিরাপত্তাবাহিনীর গাড়িকে নিশানা করার উদ্দেশ্যে বস্তার ডিভিশনের অবুঝমাঢ়ের জঙ্গলের বিভিন্ন সড়কের পাশে মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়ে আইইডি বসিয়েছে মাওবাদী গেরিলারা। তার সঙ্গে যুক্ত করা রয়েছে ডিটোনেটরের তার। সোমবার বিজাপুরের অম্বেলি গ্রামের অদূরে বেদ্রে-কুতরু রোডেও এই ‘ফক্স হোল’ ফাঁদেই তারা হামলা চালিয়েছে নিরাপত্তাবাহিনীর গাড়ির উপর। বিস্ফোরণের তীব্রতা দেখে মনে করা হচ্ছে, সেখানে প্রায় ৫০ কেজির আইইডি বসিয়েছিল মাওবাদী বাহিনী।