Abhishek Banerjee wishes PM Narendra Modi in his birthday

‘জন্মদিনের উষ্ণ অভিনন্দন’, প্রধানমন্ত্রী মোদীকে টুইট করে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিনের সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ শুভেচ্ছা জানালেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩০
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বাঁ দিকে), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বাঁ দিকে), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল ছবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) মারফত জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় মোদীরই সতীর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মোদীর ৭৩তম জন্মদিন। এই উপলক্ষে দেশ জুড়ে তাঁকে শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। রাজনৈতিক সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ— সকলেই এই বিশেষ দিনে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। গত বারের মতোই সেই তালিকায় রয়েছেন অভিষেকও।

Advertisement

কট্টর রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেলেন মোদী। রবিবার সকাল ১০টা ২৬ মিনিট নাগাদ অভিষেকের এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর নাতিদীর্ঘ বার্তা ভেসে ওঠে। শুভেচ্ছাবার্তায় ডায়মন্ড হারবারের সাংসদ লিখেছেন, ‘‘সম্মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই।’’

বিরোধী শিবির থেকে শুধু অভিষেকই অবশ্য নন, মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা ছাড়া বিজেপি এবং এনডিএ-র নেতারাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন মন্ত্রিসভায় মোদীর সতীর্থ অমিত শাহ, এস জয়শঙ্কর প্রমুখ।

বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা ছাড়া বিজেপি এবং এনডিএর নেতারাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন মন্ত্রিসভায় মোদীর সতীর্থ অমিত শাহ, এস জয়শঙ্কর প্রমুখ।

মোদীকে নয়া ভারতের মূল স্থপতি বলে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষ ভাবে উদ্‌যাপন করতে একাধিক পরিকল্পনা নিয়েছে তাঁর দল বিজেপি। ‘নমো বিকাশ উৎসব’, ‘সেবা পাখওয়াড়া’ কর্মসূচির সূচনা হচ্ছে রবিবার। একই দিনে ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান’ কর্মসূচিও আরম্ভ হবে।

রাজনৈতিক প্রতিপক্ষকে জন্মদিন বা বিশেষ দিনের শুভেচ্ছা জানানোর সংস্কৃতি ভারত তথা বিশ্বে নতুন নয়। যদিও বিরোধীদের একটি অংশের অভিযোগ, ২০১৪ পরবর্তী ভারতে সেই সংস্কৃতির পরিবর্তন ঘটেছে ঝড়ের বেগে। এই প্রেক্ষাপটে যতই রাজনৈতিক দড়ি টানাটানি চলুক না কেন, প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা কট্টর মোদী সমালোচক বলে পরিচিত অভিষেক। প্রসঙ্গত, অভিষেকের পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতি বছর মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন
Advertisement