ছবি: পিটিআই।
আর কাগজে-কলমে নয়, এ বার আদমসুমারির পদ্ধতিতে বদল আনছে কেন্দ্র। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ডিজিটাল করা হবে আদমসুমারির পদ্ধতি। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে লোকগণনা হতে চলেছে দেশে।
মন্ত্রক জানিয়েছে, ১৬তম আদমসুমারি হবে পুরোপুরি ডিজিটাল। এত দিন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার চল ছিল। পরিবারে কত জন সদস্য রয়েছে, তা আদমসুমারির কাজে জড়িত কর্মীরা কাগজে-কলমে নথিবদ্ধ করতেন। পুরনো সেই পদ্ধতিতে একটি ফর্মও পূরণ করতে হত। কিন্তু এ বার আর ফর্ম পূরণের কোনও ঝঞ্ঝাট থাকছে না।
The forthcoming Census will be the first digital Census and there is a provision for self-enumeration. Mobile App for collection of data and a Census Portal for management and monitoring of various Census related activities have been developed: Ministry of Home in Lok Sabha
— ANI (@ANI) August 10, 2021
মন্ত্রক জানিয়েছে, এ বার থেকে আদমসুমারির কাজে নিযুক্ত কর্মীদের কাছে থাকবে ট্যাবলেট বা স্মার্টফোন। বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য ডিজিটাল উপায়ে নথিভুক্ত করবেন তাঁরা। আদমসুমারি সম্পর্কিত একটি মোবাইল অ্যাপও চালু করা হবে। সেই অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়াও আদমসুমারি বিষয়ক একটি পোর্টাল থাকবে, যার মাধ্যমে লোকগণনা সংক্রান্ত যাবতীয় কাজের উপর নজরদারি চালানো হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর আগে ঘোষণা করেছিলেন যে, ২০২১-এর আদমসুমারি আর কাগজে-কলমে হবে না। মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজ হবে, যা বস্তুত দেশকে ডিজিটাল করে তোলার আরও একটা নতুন ধাপ।