Sexual Assault

গুজরাতে কিশোরকে যৌন নিগ্রহ করে খুন, পুকুরে দেহ ছুড়ে ফেলল তুতো দাদা এবং বন্ধু

যৌন নিগ্রহ এবং খুনের অভিযোগে মৃতের তুতো দাদা এবং তাঁর বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তৃতীয় অভিযুক্ত এক কিশোর। তাকে আটক করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:২৩
গুজরাতে পুকুর থেকে উদ্ধার হয়েছে কিশোরের দেহ।

গুজরাতে পুকুর থেকে উদ্ধার হয়েছে কিশোরের দেহ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

১৬ বছরের কিশোরকে ডেকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল তার তুতো দাদা এবং তাঁর বন্ধুর বিরুদ্ধে। ধর্ষণের পর কিশোরকে খুন করে তার দেহ অভিযুক্তেরা পুকুরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ। গুজরাতের পাঁচমহলের ঘটনা। যৌন নিগ্রহ এবং খুনের অভিযোগে মৃতের তুতো দাদা এবং তাঁর বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তৃতীয় অভিযুক্ত এক কিশোর। তাকে আটক করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকালে নির্যাতিতকে বাড়িতে ডাকতে গিয়েছিল তার বন্ধু তথা অভিযুক্ত কিশোর। ওই কিশোরকে পাঠিয়েছিলেন মূল অভিযুক্ত। তাঁর কথা মতো গ্রামের একটি নির্জন জায়গায় নির্যাতিত কিশোরকে নিয়ে যায় তার বন্ধু। তার পর সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি পুলিশের। অভিযোগ, গ্রামের ওই নির্জন জায়গায় কিশোরকে যৌন নিগ্রহের পর খুন করেন তার তুতো দাদা ও তাঁর বন্ধু। এর পর দেহ পুকুরে ফেলে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতেও কিশোর বাড়িতে না ফিরলে তার খোঁজ শুরু করে পরিবার। শুক্রবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। এর পরে তদন্তে নামে পুলিশ। প্রথমে ওই কিশোরকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তার বয়ানের ভিত্তিতে শনিবার ওই দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রামবাসীদের দাবি, অতীতে ছোটখাটো অপরাধে জড়িয়েছেন দুই অভিযুক্ত। পুলিশ সে সব তথ্য খতিয়ে দেখছে।

Advertisement
আরও পড়ুন