Bhopal News

রেললাইনের উপর বসে ফোন ঘাঁটাঘাঁটি, কানে হেডফোন! ভোপালে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

মধ্যপ্রদেশের ভোপালে রেললাইনের উপর বসে ছিলেন যুবক। কানে হেডফোন গুঁজে ফোন ঘাঁটছিলেন। ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:১২
ভোপালে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের।

ভোপালে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের। —ফাইল চিত্র।

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল যুবকের। রেললাইনের উপরে বসে ফোন ঘাঁটছিলেন তিনি। ট্রেনের আওয়াজ শুনতেই পাননি। ফোনে কোনও ভিডিয়ো দেখছিলেন যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকের কানে হেডফোন ছিল। ট্রেন এসে তাঁকে ধাক্কা মারে। পরে রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের। মৃত যুবকের নাম মনরাজ তোমর। তিনি বিবিএ কোর্সের ছাত্র ছিলেন। পুলিশ সূত্রে খবর, স্টেশন থেকে কিছুটা দূরে একটি রেললাইনের উপরে বসেছিলেন যুবক। সঙ্গে তাঁর বন্ধুও ছিলেন। তবে বন্ধু বসে ছিলেন তাঁর সমান্তরালে অন্য একটি লাইনে। সেই লাইনে ট্রেন আসেনি। যুবক যে লাইনের উপর বসেছিলেন, সেখানেই ট্রেন চলে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই যুবকই লাইনের উপর বসে মোবাইলে ভিডিয়ো দেখছিলেন। এক জনের কানে হেডফোন ছিল। কিছু ক্ষণ পরে লাইনে ট্রেন চলে আসে। কিন্তু কানে হেডফোন থাকায় সেই আওয়াজ শুনতে পাননি যুবক। মোবাইলেই বিভোর হয়েছিলেন তিনি। ট্রেনের জন্য তাঁকে সাবধান করার সুযোগও পাননি তাঁর বন্ধু। সজোরে ট্রেনটি যুবককে ধাক্কা মারে। তিনি ছিটকে পড়ে যান।

পুলিশ জানিয়েছে, মৃত যুবক তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। রেলপুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল। তার পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, যুবকের শরীরচর্চার শখ ছিল। তিনি মোবাইলে রিল ভিডিয়ো বানাতে ভালবাসতেন। ঘটনার দিন মোবাইলে কী করছিলেন, তা অবশ্য স্পষ্ট হয়নি।

আরও পড়ুন
Advertisement