খেলাচ্ছলে প্রতিমা গড়া, ২৩২ বছরে পা রাখল মিত্রবাড়ির কালীপুজো
রাজকৃষ্ণ মিত্রের বাড়ির পুজো। দক্ষিণাকালী, কিন্তু ডান পায়ের বদলে শিবের বুকে কালীর বাঁ পা। মিত্রবাড়ির ২৩২ বছরের পুজোর নেপথ্যে রয়েছে এক ভুলের গল্প।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২০:১৯
Advertisement
সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন দর্জিপাড়ার মিত্র বাড়ি। বাড়ির বয়স ২০০ বছরের
বেশি। কালীপুজো আরও পুরনো। এ বার ২৩২ বছরে পা রাখল মিত্রদের পুজো। এই কালীপুজোর
নেপথ্যে রয়েছে নানা গল্প। আনন্দবাজার অনলাইনে মিত্রদের বাঁ-পা-এগোনো দক্ষিণাকালীর
গল্প।