Odisha Crime News

কিশোরীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ চার যুবকের বিরুদ্ধে! নেপথ্যে বান্ধবীর ষড়যন্ত্র? ধৃত তিন

ওড়িশার ভুবনেশ্বরে এক কিশোরীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। তিন জনকে গ্রেফতারের পাশাপাশি কিশোরীর বান্ধবীকেও আটক করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২০:২৬
ওড়িশায় নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ।

ওড়িশায় নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ। —প্রতীকী চিত্র।

কিশোরীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। তাঁদের মধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে ওই কিশোরীর এক মেয়ে বন্ধুকে। তার কথাতেই কিশোরী চার যুবকের কাছে গিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।

Advertisement

ঘটনাটি ওড়িশার ভুবনেশ্বরের নয়াপল্লী থানা এলাকার। পুলিশ জানিয়েছে, বান্ধবীর কথা শুনে চার যুবকের কাছে গিয়েছিল কিশোরী। তাঁরা তাকে একটি পানীয় খেতে দেন। তাতেই মেশানো ছিল নেশার দ্রব্য। ওই পানীয় খেয়ে কিশোরী অচেতন হয়ে পড়লে চার জন মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি, এই ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন এক জন। সেই ভিডিয়ো পরে দেখানো হয় কিশোরীর পরিবারকে। ভিডিয়োটি ছড়িয়ে দেওয়া হবে বলে তাদের ভয় দেখানো হয়। তাদের কাছ থেকে টাকাও দাবি করেন অভিযুক্তেরা।

পরিবারের লোকজনের সঙ্গে থানায় যায় কিশোরী। সেখানে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় এফআইআর করে তদন্ত শুরু করে পুলিশ। ভুবনেশ্বরের ডিসিপি পিনাক মিশ্র জানিয়েছেন, বিশেষ তদন্তকারী দল গঠন করে ১২ ঘণ্টার মধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর বান্ধবীকেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরীর মেডিক্যাল পরীক্ষাও করিয়েছে পুলিশ।

এই ঘটনার সঙ্গে জড়িত আরও এক জনের সন্ধান এখনও মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁর সন্ধান পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Advertisement