Tripura

ফের সীমান্তে অনুপ্রবেশ, ত্রিপুরায় ধরা পড়লেন এক বাংলাদেশি, পুলিশের জালে দুই দালালও

বুধবার ত্রিপুরার মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। সঙ্গে ধরা পড়েছেন দুই ভারতীয় দালালও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:২৩

— প্রতিনিধিত্বমূলক ছবি।

সাম্প্রতিককালে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগে ভারতে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধির অভিযোগ উঠেছে। গত কয়েক মাসে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন অনেকেই। সেই আবহেই এ বার ত্রিপুরায় ধরা পড়লেন এক বাংলাদেশি যুবক।

Advertisement

বুধবার ত্রিপুরার খোয়াই জেলার মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সঙ্গে ধরা পড়েছেন দুই ভারতীয় দালালও। খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর মালাকার জানিয়েছেন, তিন যুবককে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তাঁদের মধ্যে এক জন বাংলাদেশি নাগরিক। বছর ৩৪-এর ওই যুবক বাংলাদেশের নরসিংদী জেলার বেলা নগর গ্রামের বাসিন্দা। তাঁর সঙ্গে দুই ভারতীয় দালালকেও আটক করা হয়েছে। তাঁরা দু’জনেই অসমের করিমগঞ্জের বাসিন্দা। অভিযোগ, টাকার বিনিময়ে বাংলাদেশি ওই নাগরিককে ভারতে অনুপ্রবেশে সাহায্য করেছিলেন তাঁরা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত তিন মাসে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ঘটনা চলতি বছরের প্রথমার্ধের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, গত জুলাই মাস থেকেই অশান্ত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার গঠনের পরেও অনেকেই ভারতে আসার চেষ্টা করছেন বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমগুলির। ফলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টায় প্রায়শই একাধিক ব্যক্তি ধরা পড়ছেন সীমান্তবর্তী নানা এলাকায়। শুধুমাত্র ১ অগস্ট থেকে ২৮ অক্টোবরের মধ্যেই সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ২৮১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। ২৮ অক্টোবর পর্যন্ত সেই সংখ্যাটি এসে দাঁড়িয়েছে ৫৫৬-তে। সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের উদ্যোগে তাঁদের অনেককেই আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Advertisement