Stone Pelting Vande Bharat

বন্দে ভারতে আবার পাথর হামলা, ভাঙল কাচ! ট্রেনের ওই কামরাতেই ছিলেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর

রেল সূত্রে খবর, শনিবার সকাল ৭টা ১২ মিনিট নাগাদ বুলন্দশহরের কামালপুর স্টেশন ছেড়ে বেরোতেই বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৫:৩৫
(বাঁ দিকে) ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। (ডান দিকে) পাথর হামলায় ট্রেনের জানলা ক্ষতিগ্রস্ত। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। (ডান দিকে) পাথর হামলায় ট্রেনের জানলা ক্ষতিগ্রস্ত। ছবি: সংগৃহীত।

আবার হামলা চালানো হল বন্দে ভারতে। দিল্লি থেকে কানপুরগামী বন্দে ভারতে পাথর হামলায় ট্রেনের কাচ ভেঙেছে বলে জানা গিয়েছে। যদিও কেউ আহত হননি এই ঘটনায়।

Advertisement

রেল সূত্রে খবর, শনিবার সকাল ৭টা ১২ মিনিট নাগাদ বুলন্দশহরের কামালপুর স্টেশন ছেড়ে বেরোতেই বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ওই ট্রেনেই কানপুর যাচ্ছিলেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। ঘটনার পর সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘কামালপুর স্টেশন পেরোতেই কিছু দুষ্কৃতী ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। যে কামরায় হামলা হয়েছে, সেটিতে আমিও ছিলাম। আমার দু’টি আসন আগেই ট্রেনের জানলায় পাথর উড়ে এসে পড়ে। এ রকম ঘটনায় স্তম্ভিত।’’

চন্দ্রশেখর যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি জানিয়েছেন, সরকারি সম্পত্তি যাঁরা ক্ষতি করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। এই ধরনের অপরাধ কোনও ভাবেই বরদাস্ত করা যায় না বলেই মন্তব্য ভীম আর্মি প্রধানের।

চন্দ্রশেখর আরও জানান, একটি পরিসংখ্যান বলছে, ২০২২ সাল থেকে দেশের নানা প্রান্তে বন্দে ভারতের উপর হামলার সংখ্যা ১৫০৩। তার জেরে রেলের প্রভূত ক্ষতিও হয়েছে। এই ধরনের ঘটনা কেন বার বার ঘটছে, তা নিয়ে ভাবনার সময় এসেছে। ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় শুধু সরকারি সম্পত্তির ক্ষতিই হচ্ছে না, তার সঙ্গে যাত্রীদের নিরাপত্তার বিষয় নিয়েও প্রশ্ন উঠছে। তাঁর কথায়, ‘‘এই ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি নষ্ট করে।’’

Advertisement
আরও পড়ুন