Bengaluru Accident

বেঙ্গালুরু জাতীয় সড়কে উল্টে গেল মালবাহী ট্রাক! ট্রাকের নীচে পিষে মৃত্যু দুই শিশু-সহ ছয় জনের

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নেলামঙ্গলার কাছে বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ রাস্তার মাঝে উল্টে যায় একটি মালবাহী ট্রাক। ট্রাকের নীচে পিষে যায় একটি গাড়ি এবং বাইক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২০:৫৮
বেঙ্গালুরুতে মালবাহী ট্রাকের নীচে পিষে গেল গাড়ি ও বাইক!

বেঙ্গালুরুতে মালবাহী ট্রাকের নীচে পিষে গেল গাড়ি ও বাইক! — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ব্যস্ত রাস্তায় মালবাহী ট্রাকের নীচে পিষে গেল একটি গাড়ি আর বাইক! দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশু-সহ ছয় জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কর্নাটকের নেলামঙ্গলায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নেলামঙ্গলার কাছে বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ রাস্তার মাঝে উল্টে যায় একটি মালবাহী ট্রাক। ট্রাকের নীচে পিষে যায় একটি গাড়ি এবং বাইক। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা দুই শিশু-সহ চার জনের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে বাইকের দুই আরোহীরও।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকালের ব্যস্ত রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মালবাহী ট্রাকটি উল্টে যাওয়া মাত্রই পথচারীরা ছুটে আসেন। তাঁরা ট্রাকের নীচ থেকে আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। কিন্তু লাভ হয়নি। তত ক্ষণে চাপা পড়া সকলেরই মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আপৎকালীন পরিষেবা দল। শেষমেশ ক্রেনের সাহায্যে ট্রাকটিকে সরিয়ে মৃতদের দেহগুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুই শিশু-সহ ছ’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

Advertisement
আরও পড়ুন