—ফাইল চিত্র।
ইডেনে শুরু হল ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। বুধবার কলকাতায় খেলার পর এ বার দুই দলের গন্তব্য চেন্নাই।
ভারতীয় দলকে নিয়ে যেমন আগ্রহ রয়েছে, সবার নজর থাকবে এই রাউন্ডের রঞ্জি ম্যাচগুলির দিকেও। অনেক দিন পর ভারতের ঘরোয়া ক্রিকেটে তারকা সমাবেশ। মুম্বইয়ের হয়ে খেলবেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতে কর্নাটক বনাম পঞ্জাব ম্যাচে দেখা যাবে দেবদত্ত পাড়িক্কল-শুভমন গিল লড়াই। রাজকোটে হবে রবীন্দ্র জাডেজা বনাম ঋষভ পন্থ লড়াই। রয়েছে বাংলার খেলাও।
এ ছাড়াও আইএসএলে রয়েছে জামশেদপুরের ম্যাচ। জিতলে মোহনবাগানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনবে তারা। রয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কা খেলা। আজ জানা যাবে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ফাইনালে উঠলেন কারা।
ইডেনে প্রথম টি২০ শেষ, পরের গন্তব্য চেন্নাই, ভারতীয় দলের খবর
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে প্রথম ম্যাচ ইডেনে খেলে ফেলল ভারত। এ বার সূর্যকুমার যাদবদের গন্তব্য চেন্নাই। প্রথম ম্যাচের পর কী বলছে দুই শিবির? দ্বিতীয় ম্যাচে কি কোনও বদল হতে পারে দলে? থাকছে সব খবর।
দীর্ঘ দিন পরে তারকাখচিত রঞ্জি ট্রফি, খেলবেন রোহিত, শুভমন, লড়াই জাডেজা বনাম পন্থের
আজ থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ড। অনেক দিন পর ভারতের ঘরোয়া ক্রিকেটে তারকা সমাবেশ। মুম্বইয়ের হয়ে খেলবেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতে কর্নাটক বনাম পঞ্জাব ম্যাচে দেখা যাবে দেবদত্ত পাড়িক্কল-শুভমন গিল লড়াই। রাজকোটে হবে রবীন্দ্র জাডেজা বনাম ঋষভ পন্থ লড়াই। রয়েছে বাংলার খেলাও। কল্যাণীতে বাংলা খেলবে হরিয়ানার সঙ্গে। এই ম্যাচ সকাল ৯টা থেকে। রোহিতদের খেলা সকাল ৯:৩০ থেকে। কর্ণাটক-পঞ্জাব ম্যাচও সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
আইএসএলে জামশেদপুরের ম্যাচ, বাগানের সঙ্গে ব্যবধান আরও কমাবে?
আইএসএলে আজ রয়েছে জামশেদপুরের খেলা। শীর্ষে থাকা মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামশেদপুর। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকলেও মোহনবাগান এবং বেঙ্গালুরুর থেকে দু’টি ম্যাচ কম খেলেছে তারা। পর পর দু’টি ম্যাচ ড্র করে মোহনবাগান ১৭ ম্যাচে ৩৭ পয়েন্টে রয়েছে। জামশেদপুরের ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০-এ। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতের সামনে শ্রীলঙ্কা
মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে আজ ভারতের শেষ ম্যাচ। বিপক্ষে শ্রীলঙ্কা। দু’টি দলই দু’টি করে ম্যাচ খেলেছে। দু’টিই জিতেছে। আজ খেলা শুরু দুপুর ১২টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
জানা যাবে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ফাইনালে উঠলেন কারা
আজ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের দু’টি সেমিফাইনাল। প্রথম ম্যাচে মুখোমুখি শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা ও একাদশ বাছাই পাউলা বাডোসা। এই ম্যাচ দুপুর ২টো থেকে। এই ম্যাচ শেষ হলে দ্বিতীয় সেমিফাইনালে লড়াই দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক ও ১৯ নম্বর বাছাই মেডিসন কিসের। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।